সাল ২০১৫, নভেম্বর মাস। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ক্রিকেট মাঠে তখন বিকেলের আকাশ গোলাপি হয়ে উঠেছে। সেই রঙিন আভায় শুরু হল বিশ্বের প্রথম গোলাপি বলে খেলা দিন-রাতের টেস্ট ম্যাচ। অংশগ্রহণকারী দুই টিম ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তারপর কেটে গেছে চার বছর। আর এই নভেম্বরেই ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম অনুষ্ঠিত হতে চলেছে দিন রাতের টেস্ট ম্যাচ। দুই দেশই আগামীকাল প্রথম গোলাপি বলে ক্রিকেট খেলতে চলেছে। উত্তেজনা কম নেই গোটা দেশ জুড়ে, খোদ কলকাতা সাক্ষী থাকবে এমন ইতিহাসের, ভাবতে পারেনি অনেকেই।
গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে গোলাপি চাদরে। গঙ্গাবক্ষের স্টিমারে জ্বলে উঠেছে গোলাপি আলো। বাদ নেই শহরের কেন্দ্রে অবস্থিত টাটা সেন্টার বিল্ডিং, শহীদ মিনারও। গোলাপি আলোয় ঝলমল করছে গোটা শহর। এমনকি, উচ্চতম বাড়ি ‘দ্য ৪২’-কে সাজিয়ে তোলা হয়েছে গোলাপি আলোয়। বেশ কিছু কলকাতা কর্পোরেশন বিল্ডিংও সেজে উঠছে গোলাপি রঙে। এমনকি, গোলাপি-সজ্জার তালিকায় আছে বিগ বেনও। ইডেনের বাইরে, বিভিন্ন দেওয়ালে হরেক ছবি। এ যেন এক রঙের উৎসব। ক্রিকেট তার আধার মাত্র।
সম্প্রতি বিসিসিআই-এর প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এই খেলার 'পিঙ্কু-টিঙ্কু' নামের একটি বিশেষ ম্যাসকট আগামীকাল উদ্বোধন করতে চলেছেন। ওড়ানো হয়েছে গোলাপি রঙের বিশাল বেলুন, যা টেস্ট ম্যাচ না শেষ হওয়া পর্যন্ত উড়ে বেড়াবে ইডেনের আকাশ জুড়ে।
এছাড়াও, হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু নভেম্বরের ২২ তারিখ অবধি প্রত্যেক সন্ধ্যায় গোলাপি বেলুন নিয়ে ঘুরে বেরাবে একটি স্টিমার। আগামীকাল ইডেনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিভি সিন্ধু, মেরি কম, সচিন তেন্ডুলকর সহ বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিরা। থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীও। সব মিলিয়ে কলকাতা জুড়ে যেন উৎসবের আবহ। ছবিতে, রঙে গোটা শহর যেন 'পিঙ্ক সিটি'তে পরিণত হয়েছে। আর কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই রঙিন শহরে বেজে উঠবে ক্রিকেটের গোলাপি সুর।