সাইকেলে কলকাতা থেকে ডুয়ার্স, পথজুড়ে চারাগাছ রোপণ অভিযাত্রীদের

অ্যাডভেঞ্চার বিভিন্ন রকমের হয়। কেউ দুর্গম পাহাড় অতিক্রম করেন, কেউ বা ইংলিশ চ্যানেল পার করে ফেলেন অনায়াসে। আবার কেউ কেউ সাইকেল চালিয়ে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেন অজানার সন্ধানে। প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে আরও নিকটে পেতেই মানুষ এ ধরণের সাহসী উদ্যোগ নেন। কিন্তু পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে এরকম উদ্যোগ চট করে দেখা যায় না।  তাই 'গাছ লাগাও, প্রাণ বাঁচাও' এই বার্তাকে সামনে রেখে ৮ জন সাইকেল আরোহী যাত্রা করেন কোলকাতা থেকে ডুয়ার্সের গরুমারা পর্যন্ত। তাদের যাত্র শেষ হয় মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরায়।

৬ দিন ব্যাপী এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল কলকাতার ওয়ার্ল্ড এক্সপ্লায়ার্স সংস্থার তরফ থেকে সবুজায়নের বার্তাকে বহন করা। ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে এই যাত্রা কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করে। আরোহীরা তাঁদের যাত্রাপথে মোট ৬৭৩ কিমি পথ পাড়ি দিয়েছিলেন। যাত্রাশেষে গরুমারা গেটে বৃক্ষরোপণ করা হয়।

যাত্রাপথে প্রায় ৩৫০টি চারাগাছ রোপণ করে অনন্য নজির স্থাপন করেন এই আরোহীরা। প্রত্যেকের উদ্দেশ্য ছিল বৃক্ষছেদনের বিরুদ্ধে মানবসমাজকে আরও সচেতন করে চলা। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর আয়ু যে ক্রমশ ফুরিয়ে আসছে সে বিষয়ে সচেতন করাও এ-যাত্রার উদ্দেশ্য ছিল। বহু মানুষের উৎসাহ তাঁদের এই যাত্রাপথকে সফল করতে সাহায্য করেছিল। ছিলেন দুজন মহিলাও; পরে অবশ্য একজন অসুস্থ হয়ে পড়ায় পুরো পথ আসতে পারেননি।

শুভ্রকান্তি দাস, অর্পিতা বিশ্বাস, শেখ আজাদ, সুব্রত রায় সহ গোটা টিমকেই তাই এ-ধরণের উদ্যোগ নেওয়ার জন্য কুর্নিশ জানাতে হয়। পরিবেশ রক্ষার্থে এই ধরণের প্রয়াস আগামী দিনে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন অনেকেই।

Latest News See More