প্রিন্স ডায়নার নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন কলকাতার তরুণী

প্রতি বছরের মতো এবছরও ওয়েলসের রাজকন্যা ডায়নার স্মৃতি নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে সামাজিক কাজের স্বীকৃতিতে। তবে এবছরের পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন কলকাতা শহরের ১৭ বছরের তরুণী। শিশু নিরাপত্তা ও অন্যান্য সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে মনোনিত হয়েছে আরুষি পন্থের নাম।

১৭ বছরের আরুষি পন্থ রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের মেয়ে। বর্তমানে তিনি আরাবল্লীর পাথওয়ে ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করছেন। তবে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর নাড়ির যোগাযোগ। মাত্র ১০ বছর বয়সে আশা প্রকল্পের ভলেন্টিয়ার হয়ে কাজ শুরু করেন আরুষি পন্থ। সেইসময় কলকাতা ছাড়িয়ে গ্রাম-মফঃস্বলের নানা জায়গাতেও ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে ক্রমশ তাঁর মনে হয়, শিশু নিরাপত্তা এবং শিশু-স্বাস্থ্যের বিষয়টি নিয়ে এখনও তেমন কোনো সচেতনতা নেই। আর তাই নিজের উদ্যোগেই গড়ে তোলেন ‘চিল্ড্রেন আরমর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্যের বিভিন্ন স্কুলে সেমিনারের আয়োজন করেছেন প্রতি বছর। সেখানে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বুঝিয়েছেন শিশুর সুস্থ মানসিক বিকাশের জন্য কী ধরনের পরিবেশ প্রয়োজন। আর ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে চলেছে হালকা মেজাজে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো, শরীরচর্চা সবই।

বর্তমানে আরাবল্লীতে পাঠরত হলেও অতিমারীর কারণে কলকাতা ফিরে এসেছেন আরুষি। তবে এখনও বিশ্রাম নিতে ইচ্ছা নেই তাঁর। নেমে পড়েছেন করোনা মোকাবিলার জন্য সচেতনতা তৈরি করতে। পাশাপাশি আর্থিকভাবে বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন দৈনন্দিন সামগ্রী। এই উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ফান্ডও তৈরি করেছেন তিনি। আর এইসব কর্মকাণ্ডের মধ্যেই খবর এল প্রিন্সেস ডায়না পুরস্কার প্রাপ্তির। বিগত ২০ বছরের বেশি সময় ধরে সামাজিক কাজে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ১২টি অঞ্চলের থেকে একজন করে এবং বাকি পৃথিবীর অন্যান্য অংশ থেকে মোট ৩ জনকে পুরস্কৃত করা হয় প্রত্যেক বছর। এবছর সেই পুরস্কারের প্রাপক বঙ্গতনয়া আরুষি। খুব তাড়াতাড়ি প্রিন্সেস ডায়নার দুই পুত্র ডিউক অফ কেম্ব্রিজ এবং ডিউক অফ সাসেক্সের উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে।

Powered by Froala Editor

আরও পড়ুন
'শ্রেষ্ঠ সাংবাদিক' হিসেবে ফুকুওকা পুরস্কার পেলেন পি সাইনাথ

Latest News See More