বায়ুদূষণে সারা বিশ্বে প্রথম দিল্লি, পিছিয়ে নেই কলকাতাও

দিল্লির বায়ুদূষণ গত কয়েকবছর ধরেই উঠে আসছে বিভিন্ন আলোচনায়। শেষ ন’দিনে দিল্লির বাতাসের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছে। পরিস্থিতি সামলাতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। আর, দিল্লির থেকে অপেক্ষাকৃত ভালো হলেও, খুব পিছিয়ে নেই কলকাতায়। বাতাসের গুণমানের নিরিখে, নাভিশ্বাস উঠেছে তিলোত্তমা কলকাতারও।  

স্কাইমেট নামক এক বেসরকারি আবহাওয়া বিশেষজ্ঞ সংস্থার গবেষণায় উঠে এল এমনই ভয়ংকর তথ্য।  বিশ্বে সমস্ত শহরেই দূষণের মাত্রা নির্ধারণ করেছে এই সংস্থা। আর তাতেই দেখা গেছে, দিল্লিতে দূষণের মাত্রা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। দিল্লিতে বাতাসের গুণগত মান(একিউআই) ৫২৭, যা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিছিয়ে নেই কলকাতাও। কলকাতায় একিউআই ১৫৩। সারা বিশ্বের মধ্যে, বায়ুদূষণের নিরিখে কলকাতার স্থান পঞ্চম।

র‍্যাঙ্কিং-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, মুম্বাই রয়েছে নয় নম্বরে। ভারতের তিনটি বড় শহরেই বাতাসের মান অত্যাধিক খারাপ হওয়ায় চিন্তিত গবেষকরা। বিশেষত দীপাবলির পরেই বেড়েছে বায়ুদূষণ। এছাড়াও, সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে বাজি পোড়ানোয়, বিভিন্ন গ্যাস মিশে থাকে বাতাসে। তা থেকে শ্বাসজনিত বিভিন্ন রোগের শিকারও হচ্ছে সাধারণ মানুষ।

এরকম মাত্রায় দূষণ বাড়তে থাকলে যে বেঁচে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। সরকারের পক্ষ থেকে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে দ্বিধায় অনেকেই। তবে নিজে পরিবেশ সচেতন হলে, আগামী প্রজন্মের জন্যে পৃথিবীকে কিছুটা বাসযোগ্য করে তোলা যাবে।

More From Author See More