চতুর্থ ভারতীয় হিসাবে রামানুজন পুরস্কার পেলেন কলকাতার নীনা

২০১৪ সালের কথা। বীজগাণিতিক জ্যামিতির সমস্যা ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’-এর সমাধান নির্ণয় করে সারা পৃথিবীতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন এক বঙ্গসন্তান। নীনা গুপ্ত (Neena Gupta)। এবার আন্তর্জাতিক গণিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও একটি স্বীকৃতির পালক জুড়ল তাঁর মুকুটে। গতকাল রামানুজন পুরস্কারে (Ramanujan Award) ভূষিত হলেন কলকাতার গণিতবিদ এবং কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপিকা।

মূলত, তরুণ প্রতিভাবান গণিতবিদদের প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়। কিংবদন্তি ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনকে শ্রদ্ধা জানিয়ে ২০০৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে আন্তর্জাতিক গণিত ইউনিয়ন, ইতালির আব্দুস সালাম তাত্ত্বিক পদার্থবিজ্ঞান কেন্দ্র এবং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। এর আগে রামদরাই সুজাতা, ঋতব্রত মুন্সী, অমলেন্দু কৃষ্ণ সম্মানিত হয়েছিলেন এই পুরস্কারে। এবার চতুর্থ ভারতীয় এবং বিশ্বের তৃতীয় মহিলা হিসাবে রামানুজন পুরস্কার পেলেন নীনা। উন্নয়নশীল দেশে অ্যালফাইন বীজগাণিতিক জ্যামিতি এবং পরিবর্তনশীল জ্যামিতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। 

কলকাতার বাসিন্দা হলেও বাবার কর্মসূত্রে নীনার জন্ম গুজরাটে। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় বাংলায় চলে আসেন তিনি। খালসা হাইস্কুল থেকে পড়ার পর, নীনা স্নাতক স্তরের পড়াশোনা করেন বেথুন কলেজ থেকে। পরবর্তীতে স্নাতকোত্তর, পিএইচডি এবং গবেষণা সবটাই কলকাতার বরাহনগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। বর্তমানে সেখানেই অধ্যাপনা করছেন নীনা। 

এর আগে ২০১৪ সালে ৬৫ বছর পুরনো অস্কার জারিস্কির ধাঁধাঁ সমাধান করে জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সেরা গবেষকের সম্মাননা পেয়েছিলেন নীনা। এবার আরও একবার সাফল্যের পালক জুড়ল তাঁর মুকুটে। শুধু কলকাতা নয়, বরং গোটা বাংলার কাছে যা গর্বের বিষয়…

আরও পড়ুন
৫০টির বেশি ব্যাঙের প্রজাতি আবিষ্কার, ভারতীয় বিজ্ঞানীকে বিশেষ সম্মাননা

Powered by Froala Editor

আরও পড়ুন
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেরা বিজ্ঞানীর তালিকায় বাঙালি ডাক্তার উজ্জ্বল পোদ্দার

Latest News See More