শীতের আমেজ নিয়েই অবশেষে খুলছে কলকাতা জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল

একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর কলকাতা। পুজোর আগেই সামাজিক দূরত্ব বজায় রেখে খুলে গিয়েছিল সমস্ত সিনেমা হল এবং থিয়েটার। তবে এতদিন বন্ধই ছিল জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটির মতো প্রদর্শনশালা। অবশেষে পাওয়া গেল সুখবর। আগামীকাল থেকেই খুলে যাচ্ছে এই ঠিকানাগুলি।

কয়েকদিন ধরে হালকা হালকা উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আর এই শীতের সময়েই তো প্রদর্শনশালায় ভিড় করেন দর্শকরা। সে-কথা মাথায় রেখেই নেওয়া হল উদ্যোগ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে দর্শকের সংখ্যার উপর নিয়ন্ত্রণ থাকছেই। 

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা মিউজিয়ামের মধ্যে একসঙ্গে ২০০ জন এবং সংলগ্ন বাগানে একসঙ্গে ৫০০ জনকে ঢুকতে দিতে পারবেন। একবার মিউজিয়ামের জন্য ২০০টি অথবা বাগানের জন্য ৫০০টি টিকিট বিক্রি হয়ে গেলে নতুন টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আবার কোনো দর্শক বেরিয়ে গেলে তবে নতুন টিকিট দেওয়া হবে। সংক্রমণ রুখতে অনলাইন টিকিট বুকিং-এর উপরেই জোর দিচ্ছে কর্তৃপক্ষ। তবে অফলাইনেও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে।

ইন্ডিয়ান মিউজিয়াম বা কলকাতার জাদুঘরেও শুরু হচ্ছে অনলাইন টিকিট বুকিং। ইতিহাসে এই প্রথম অনলাইন টিকিট বুকিং-এর ব্যবস্থা করা হবে জাদুঘরে। তবে অফলাইন বুকিং এর ব্যবস্থাও থাকছে। নোট এবং কয়েন ভাইরাসমুক্ত করার জন্য থাকছে ইউভি স্ক্যানিং-এর ব্যবস্থা। এক একটি গ্যালারিতে একসঙ্গে ২৫ জন পর্যন্ত দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে। পরস্পরের মধ্যে দূরত্ব রাখার জন্য মেঝেতে মার্ক রাখা হবে।

প্রসঙ্গত, ইতিমধ্যে অনলাইন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে কলকাতার প্রদর্শশালার জন্য। তবে লকডাউনের পর এই প্রথম সমস্ত সংগ্রহ সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

সায়েন্স সিটি খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এখানে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত ৫০০ জন দর্শককে ঢুকতে দেওয়া হবে। আর ২টো থেকে ৬টা আরও ৫০০ জন দর্শক প্রবেশাধিকার পাবেন। বিড়লা তারামণ্ডলেও একসঙ্গে ৫০০ জন দর্শককেই ঢুকতে দেওয়া হবে। সব মিলিয়ে এই শীতের শুরুতে কলকাতাবাসীর জন্য সত্যিই এ এক সুখবর।

আরও পড়ুন
বাঙালির প্রযুক্তিতে বাজিমাত, কলকাতায় অঞ্চলভেদে দূষণের মাত্রা জানাবে নয়া যন্ত্র

Powered by Froala Editor

Latest News See More