নেতাজির দুটি আগ্নেয়াস্ত্রকে নতুন করে লাইসেন্স দিতে চলেছে কলকাতা পৌরসভা

একটি কোল্ট রিভলভার এবং একটি দোনলা বন্দুক, স্বাধীনতার পর এই প্রথম এই দুটি অস্ত্রের লাইসেন্স দিতে চলেছে কলকাতা পৌরসভা। আর স্বত্বাধিকারীর নাম? নেতাজি সুভাষচন্দ্র বসু। অবাক লাগছে নিশ্চয়ই? নেতাজি জীবিত না মৃত, মৃত্যু কি সেই বিমান দুর্ঘটনাতেই হয়েছিল, এমন অসংখ্য প্রশ্ন আজও ঘুরতে থাকে। কিন্তু তিনি জীবিত হোন বা মৃত, আজও তিনি ভারতের রাষ্ট্রনায়ক। আর রাষ্ট্রনায়কের ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতেই এই অভিনব পথ বেছে নিয়েছে কলকাতা পৌরসভা।

কলকাতা পৌরসভার উদ্যোগে শহরের ১৪৪টি ওয়ার্ডেই এই বছর নানা ধরনের আয়োজন করা হবে। আর তার সূচনা হল সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের মুখ্য কার্যালয় থেকেই। একসময় নেতাজি নিজেও কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। সেটা ১৯৩০ সাল। আর এই সময়েই মেয়রের জন্য একটি কোল্ট রিভলভার, একটি দোনলা বন্দুক এবং একটি তরবারির লাইসেন্স দেওয়া হয়। তবে স্বাধীনতার পর দীর্ঘদিন সেগুলির হদিশ জানতেন না কেউই। ২০১২ সালে পৌরসভার কিছু সংস্কারের কাজ করতে গিয়ে অস্ত্রগুলি পাওয়া যায়। আর সরকারি নথি মিলিয়ে দেখা যায় এগুলি নেতাজিরই ব্যবহৃত অস্ত্র।

যদিও এই ৮ বছর ধরেও নেতাজির এই তিনটি অস্ত্র পৌরসভার নির্দিষ্ট ভল্টে বন্দি হয়েই ছিল। নেতাজির ব্যবহৃত টেবিল-চেয়ার ও অন্যান্য সামগ্রী জনসাধরণকে দেখতে দেওয়া হলেও তাঁর ব্যবহৃত এই তিনটি অস্ত্র কেবল পৌরসভার আধিকারিকরাই দেখতে পেতেন। তবে এবার সেই অস্ত্রগুলিও জনসাধরণের জন্য নির্দিষ্ট প্রদর্শশালায় স্থান পাবে। শুধুই ঐতিহাসিক সামগ্রী হয়ে নয়, বরং আজও তার স্বত্ত্বাধিকারী হিসাবে থাকবে নেতাজিরই নাম।

Powered by Froala Editor

More From Author See More