সাধারণ জ্বর-সর্দি নাকি কোভিড, দেখে বোঝার উপায় নেই। তার জন্য বাধ্যতামূলক ভাবেই দরকার কোভিডের টেস্ট। কিন্তু হাসপাতালে পরীক্ষা করাতে যেতে ভরসা পাচ্ছেন না অনেকেই। কারণ, সাধারণ জ্বর-সর্দি হলে টেস্ট করানোর লাইনে দাঁড়িয়ে কিংবা হাসপাতাল চত্বরে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ফলে অনেকেই প্রকাশ্যে আসছেন না। তার জন্যই এবার ‘ডোর টু ডোর’ কর্মসূচি নিল কলকাতা পৌরসভা।
কলকাতার কোনো বহুতল আবাসন কিংবা পাড়া থেকে এবার হোয়াটসঅ্যাপে ডাক এলেই পৌঁছে যাবে সরকারি গাড়ি। পরিষেবা মিলবে র্যা পিড অ্যান্টিজেন টেস্টের। এর জন্য কেবলমাত্র সম্ভাব্য আক্রান্তদের নাম, ঠিকানা লিখে মেসেজ করতে হবে ৯৮৩০০৩৭৪৯৩ হোয়াটসঅ্যাপ নম্বরে। তবে সেক্ষেত্রে কমপক্ষে ২০ জন ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ থাকা প্রয়োজন বলে জানিয়েছে কলকাতা পুরদপ্তর। পরীক্ষার জন্য বেছে নেওয়া হতে পারে কোনো বহুতল আবাসনের কোনো ঘর কিংবা পাড়ার কোনো ক্লাবও। তবে সেখানে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থাকলে সুবিধা হবে চিকিৎসকদের।
যাঁদের রিপোর্ট পজিটিভ হবে তাঁদের জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এছাড়াও যাঁদের মধ্যে করোনার উপসর্গ দেখা যাবে, তাঁদের নিয়ে একটি আলাদা তথ্যসূচি তৈরি করবে স্বাস্থ্য বিভাগ। ফলে অনেকটাই এড়ানো যাবে কো-মর্বিডিটির সম্ভাবনা। র্যা পিড টেস্টই যে শহরে করোনা নিয়ন্ত্রণের একমাত্র উপায়, সেই কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার...
Powered by Froala Editor