সপ্তাহ ফুরোয়, থেকে যায় ছবি - কলকাতার চলচ্চিত্র উৎসব আসলে সাধারণ মানুষেরই

উৎসব শুধু ভিতরের নয়, বাইরেরও। একই কথা চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রেও বলা যায়। এমনিতেই কলকাতা চলচ্চিত্র উৎসব মানেই বাঙালির কাছে উল্লাসের সাতদিন, তার ওপর এবার ২৫তম বর্ষ। উৎসাহের কমতি ছিল না এতটুকুও। প্রেক্ষাগৃহের ভেতরে যেমন বুঁদ হয়েছেন দর্শক, তেমনই প্রেক্ষাগৃহের বাইরের পরিবেশও কম উচ্ছ্বল ছিল না। হওয়ারই কথা। উপলক্ষ পেলে আনন্দে মাতে না, এমন বাঙালি প্রায় দেখাই যায় না। বাইরের সেই স্পন্দনটুকু যেন ঠিক চিনিয়ে দিয়ে যায় কলকাতার মেজাজ। জানিয়ে দেয়, কলকাতা আছে কলকাতাতেই।

গতকাল শেষ হল এ-বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দিনে তোলা, সে-উৎসবেরই নির্বাচিত কিছু ছবি, রইল এখানে...