চারদিকে ধ্বংসস্তুপ, সংশয়ের মুখে স্যাকরাপাড়া লেনের পুজো

পুজো প্রায় এসেই গেল। গোটা কলকাতা প্রস্তুত হচ্ছে গ্র্যান্ড উৎসবের জন্য। কিন্তু এই তিলোত্তমার ভেতরেই একটা অংশে নেমে এসেছে আকস্মিক অন্ধকার। পুজো উপলক্ষে লাগানো বিজ্ঞাপনগুলোর দিকে অসহায় ভাবে চেয়ে রয়েছেন এলাকারই বৃদ্ধ বাসিন্দারা। অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে কলকাতার স্যাকরাপাড়া লেনের দুর্গাপুজো।

বিগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে বউবাজার এলাকার এই ছোট্ট অঞ্চলটি। সৌজন্যে মেট্রো। সুড়ঙ্গ খোঁড়ার জন্য একটার পর একটা পুরনো বাড়ি ভেঙে পড়েছে এখানে। কিছু বাড়ির অবস্থা এখনও ভাল নয়। বেশিরভাগ বাসিন্দাই ঘরছাড়া। হয় হোটেলে, নয়তো শহরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। অনেক দোকানই বন্ধ হয়ে আছে। এমন অবস্থায়, পুজো হবে কিনা সেই সংশয়ে ভুগছেন এলাকাবাসী। বেশ কয়েকদিন আগে থাকতেই বাঁশ খাটানো শুরু হয়ে গিয়েছিল। সেই যে কাজ থেমে গেছে, আর এগোয়নি। পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন, এবার কারোর কাছ থেকে চাঁদা নেবেন না তাঁরা। নিজেদের যতটুকু সাধ্য, ততটুকু দিয়েই নমো নমো করে পুজো সারা যায় কিনা, সেটা ভাবছেন তাঁরা। আশেপাশের কিছু পুজো তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আপাতত কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে একটা ছোট্ট জায়গা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তারই উত্তরের অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। কাকতালীয়ভাবে এবার তাঁদের পুজোর ক্যাচলাইন ছিল - 'মহাপ্রলয়ের ধ্বংসস্তুপে, মা আসুক শান্তিরূপে।' এখন, কার্যত সেই ধ্বংসস্তুপের ওপরেই দাঁড়িয়ে আছে স্যাকরাপাড়া লেন।

Latest News See More