কপ-২৬ সম্মেলনের ফ্ল্যাশকার্ডে কলকাতার তরুণীর আঁকা ছবি

ছোটো ছোটো ফ্ল্যাশকার্ড – তার একদিকে একটি ছবি, আর অন্যদিকে ছবিটি সম্পর্কে লেখা কয়েকটি কথা। ছোটো ছোটো ছেলেমেয়েদের, বিশেষ করে নার্সারি স্তরে পড়াশোনার ক্ষেত্রে আজকাল এমন কার্ডের ব্যবহার বেশ জনপ্রিয়। তবে এই একমাত্রিক শিক্ষার ধরনটাই যদি বদলে ফেলা যায়? এই ভাবনা থেকেই কপ-২৬ (COP26) সম্মেলনের সময় এক নতুন ধরনের ফ্ল্যাশকার্ড তৈরির সিদ্ধান্ত নেয় জাতিপুঞ্জ। যেখানে কম বয়সের ছেলেমেয়েরাই বয়স্কদের, বিশেষ করে রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে তৈরি করবে ফ্ল্যাশকার্ড। ‘টার্ন ইট অ্যারাউন্ড’ সিরিজের এই ফ্ল্যাশকার্ডের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার ২১ বছরের শিল্পী স্রোতস্বিনী সিনহার (Srotoswini Sinha) আঁকা একটি ছবিও।

বিশ্বভারতী কলাভবনের ফাইন আর্টস বিভাগের স্নাতক স্তরের ছাত্রী স্রোতস্বিনী। সামাজিক মাধ্যম সূত্রেই ‘টার্ন ইট অ্যারাউন্ড’ সিরিজের কথা জানতে পারে সে। এর আগে তার ১০টি ছবির একটি সিরিজ ছিল মানুষ ও প্রকৃতির সংঘাতকে কেন্দ্র করে। এই সিরিজেরই তৃতীয় ছবিটি সে পাঠিয়ে দেয় জাতিপুঞ্জের নির্দিষ্ট ঠিকানায়। ছবিটির নাম ‘রেজিলেন্স’। কীভাবে হাজার প্রতিকূলতা, অসংখ্য ঘাত-প্রতিঘাতের ভিতর দিয়েও প্রকৃতি প্রাণের স্পন্দনটুকু ধরে রাখে, রং-তুলিতে সেটাই তুলে ধরেছে স্রোতস্বিনী। ‘টার্ন ইট অ্যারাউন্ড’ সিরিজের ৮০টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে এই ছবিটি।

শিল্পী : স্রোতস্বিনী সিনহা

 

জাতিপুঞ্জের নির্দেশিকা অনুযায়ী আরিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা মিলে তৈরি করেছেন এই সিরিজের সমস্ত ফ্ল্যাশকার্ডগুলি। সেইসঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আর্টিস্টস’ লিটারেসিজ ফাউন্ডেশন এবং ক্রিয়েটিভ প্রোডিউসার অ্যাড্রিন জেনিক। পরিবেশ সুরক্ষার বিষয়ে সারা পৃথিবীর তরুণ-তরুণীদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে, তাকে তুলে ধরার জন্যই এই উদ্যোগ। ইতিমধ্যে আর্টিস্টস’ লিটারেসিজ’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনলাইনে এই সিরিজটি বিক্রির কাজও শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র কপ-২৬ সম্মেলনের রাষ্ট্রীয় চুক্তির মধ্যে দিয়ে পরিবেশ সুরক্ষা সম্ভব নয়। স্রোতস্বিনীর মতো আরও অনেক তরুণ শিল্পীর ছবি যদি মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারে, তাহলে তার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।

আরও পড়ুন
শুকিয়ে যাচ্ছে হিমবাহ, ভাঙছে গ্রামের ঐক্যও; জলবায়ু পরিবর্তনের কোপ কাশ্মীরে

Powered by Froala Editor

আরও পড়ুন
শিল্পীদের তুলিতে পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন, প্রদর্শনী মার্কিন রেস্তোরাঁয়