প্রবল বৃষ্টিতে ধ্বস্ত বইমেলা, মাথায় হাত প্রকাশকদের

পূর্বাভাস ছিল আগেই। কিন্তু এমন আচমকা শুরু হবে, সেটা কেউ ভাবেনি। সরস্বতী পুজোর পরদিন, আজ দুপুরের বৃষ্টিতে বিপর্যস্ত শহর। বিপর্যস্ত এবছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলাও। শুরুর লগ্নে এরকম অবস্থা সামলাতে হিমশিম খাচ্ছে গিল্ড এবং স্টলগুলো।

প্রহরের প্রতিনিধির সঙ্গে বেশ কয়েকজন প্রকাশকদের কথা হয়েছে। তাঁরা বলছেন, বেশ ক্ষতি হয়েছে তো বটেই। বইমেলার গেটের সামনে জল, সেই সঙ্গে ভেতরেও। ভেঙে পড়েছে ৮ নং গেট। বেশ কয়েকটি স্টলের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। ভিজে নষ্ট হয়ে গেছে অনেক বই। ক্ষতির পরিমাণ কত, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে সেই পরিমাণ যে নেহাত কম নয়, তা বলাই বাহুল্য। তবে সব স্টলের যে একই অবস্থা তা নয়। কিছু প্রকাশনা এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। তবে কয়েকটি প্রকাশনার অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষত, ছোটো স্টলগুলি এই ক্ষতির সম্মুখীন হয়েছে বেশি।

একই অবস্থা লিটল ম্যাগাজিনের জায়গায়। এখানেও সবার ক্ষতি হয়নি। তবে অনেকের অবস্থাই খুব খারাপ। বেশ কিছু জায়গায় জল জমে গেছে; টেবিল, বই - সব ভিজে গেছে। গিল্ডের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব অবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কলকাতা বইমেলা শহরের একটি ঐতিহ্যশালী, আন্তর্জাতিক উৎসব। বহু মানুষের রুজি-রোজগারের একটা বড় অংশ হয় এই মেলা উপলক্ষে। এই ক্ষতি হওয়ার ফলে তাঁদের কী হবে? সবে গতকাল থেকে শুরু হয়েছে এবছরের বইমেলা। তার মধ্যেই এই দুর্যোগে তাল কেটেছে অনেকটাই।

বৃষ্টি হওয়া না-হওয়ার ওপর কারোর হাত নেই। কিন্তু হলেও যাতে কোনো ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব গিল্ড এবং প্রশাসনের, এমনটাই বলছেন প্রকাশকরা। তাদের অব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন লিটল ম্যাগাজিন ও অন্যান্য প্রকাশকদের একটা বড় অংশ। এতগুলো বই ভিজে নষ্ট হল, স্টলের ক্ষতি হল, লিটল ম্যাগাজিনের বড় অংশের ব্যাপক ক্ষতি হল— এই সবকিছু সামাল হবে কেমন করে? যত দ্রুত সম্ভব এর উত্তর খোঁজার চেষ্টায় মেলা কর্তৃপক্ষ…

(ছবি ঋণ - ফেসবুক)