খানিকক্ষণ আগেই ৩১ মার্চ পর্যন্ত যাবতীয় লোকাল ট্রেন আর মেট্রো চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে আরও একটি বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। কেন্দ্রের প্রস্তাবমতো, আগামীকাল বিকেল ৪টে থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের পুরসভাগুলি লকডাউন করা হবে।
আরও পড়ুন
বন্ধ রেস্টুরেন্ট-বার-মিউজিয়াম-চিড়িয়াখানা, জমায়েত এড়াতে সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের
কেন্দ্রের প্রস্তাব মেনে জরুরি ভিত্তিতে বৈঠক চালু হয় নবান্নে। তারপরই এমন ঘোষণা। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে কলকাতা সহ অন্যান্য পুরসভাগুলি। তবে ছাড় পাবে ডাক্তার, হাসপাতাল, সাফাই দপ্তর, ওষুধের দোকান ও মুদির দোকান।
আরও পড়ুন
পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক, জেনে নিন নতুন সূচি
এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানাচ্ছেন অনেক রাজ্যবাসী। করোনা-আতঙ্ক যেভাবে ছড়াচ্ছে, তাতে এই সিদ্ধান্ত যে খুবই উপযোগী, তা নিয়ে সন্দেহ নেই। প্রসঙ্গত, স্কুল-কলেজ সহ অন্যান্য জমায়েতের জায়গা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে, আশা করা যায়।