দেশের সেরা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা পেল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

নোবেল প্রাপ্তির পর, গতকালই কলকাতায় প্রথম এলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আর গতকালই বাংলার দুটি বিশ্ববিদ্যালয় আবারও পেল শ্রেষ্ঠত্বের শিরোপা। সাম্প্রতিককালে, যখন শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলার শিক্ষাব্যবস্থাকে নস্যাৎ করে দিতে চাইছিলেন অনেকে, তখন এমন রিপোর্ট গর্ব করার মতোই। সম্প্রতি প্রকাশিত কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিং-এ ভারতের সমস্ত প্রাদেশিক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাপিয়ে গেছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক তার পরেই, দুই নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর, সর্বভারতীয় ক্ষেত্রে কলকাতা ও যাদবপুর রয়েছে যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে।

স্বভাবতই এই খবরে খুশি শিক্ষামহল। এর আগেও একাধিক স্বীকৃতি পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ও সেরা প্রতিষ্ঠানগুলির তালিকায় ছিল। এবার একেবারে শীর্ষে জায়গা করে নিল বাংলার দুই নামী প্রতিষ্ঠান। ছাত্র, শিক্ষক, গবেষণা, কর্মী, পরিকাঠামো— সমস্ত বিষয় খতিয়ে দেখেই এই র‍্যাঙ্কিং করা হয়েছে।

দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল যাদবপুর। বারবার রাজ্য এবং রাষ্ট্রের আক্রমণের সামনে থেকেও তাঁরা লড়ে গেছেন। সেই ‘দেশদ্রোহী’রাই আজ দেশের সেরা নির্বাচিত হল।

More From Author See More

Latest News See More