উপড়ে যাওয়া গাছ ফের রোপণ, পরিকল্পনায় কলকাতা পুরসভা

ঝড়ের পরে রাস্তার ধারে উল্টে পড়েছে গাছ, এমন দৃশ্য তো আমরা হামেশাই দেখি। আর সম্প্রতি আমফানের দাপটে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই এমনটা দেখা গিয়েছে। তবে ঝড়ে উল্টে পড়া গাছ মানেই কি মৃত? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, তাদের মধ্যে তখনও প্রাণের স্পন্দন বর্তমান। তাদের বাঁচিয়ে রাখতে শুধু চাই একটু যত্ন। আর কিছু বছর আগেই এমন নজির স্থাপন করেছে কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলাপমেন্ট অ্যাসোসিয়েশন।

কেএমডিএ সূত্রে খবর, এবারেও কলকাতা শহরে ভেঙে পড়া গাছ বাঁচাতে অনুরূপ উদ্যোগ নিতে চলেছে সংস্থা। আনুমানিক হিসাব, রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর অঞ্চলে প্রায় ৩০০টি গাছ ঝড়ে ভেঙে পড়েছে। এর মধ্যে যেমন অনেক বড়ো গাছ আছে, তেমনই আছে কিছু ফলের গাছও। আর ইতিমধ্যে তাদের একটি তালিকা প্রস্তুত করে পুনরায় সেগুলিকে যথাস্থানে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার উদ্যানপালন বিশেষজ্ঞ তরুণ মণ্ডলের মতে, যেসব গাছের গুঁড়ি শক্ত কাঠের তাদের সাধারণত আর বাঁচানো যায় না। তবে ফলের গাছ বা ১৫ ফুটের কম উচ্চতার গাছকে তার প্রকৃত বাসস্থানে রোপণ করলে বেঁচে যেতে পারে। আর কেএমডিএ অতীতে এই কাজে সাফল্যও পেয়েছে। কেএমডিএ আধিকারিক সুধীন নন্দী জানিয়েছেন, কয়েক বছর আগে রবীন্দ্র সরোবর অঞ্চলে ভেঙে পড়া ৪১টি গাছকে তিনটি পর্যায়ে নতুন করে লাগানো হয়েছিল। তাদের প্রত্যেকটিই বেঁচে গিয়েছে। এবারে দুই সরোবরের গাছ পুনরায় লাগানোর ব্যাপারে উদ্ভিদবিদ এবং পরিবেশকর্মীদের সঙ্গে আলোচনা চলছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

Powered by Froala Editor