বাঙালির হাত ধরেই নামছে বাংলার প্রথম কার রেসিং টিম

রেসিং ট্র্যাক চিরে হুসস করে ছুটে যাচ্ছে একটা গাড়ি। না, আমাদের চারপাশের দেখা যে-কোনো গাড়ি নয়, খোদ রেসিং কার। আর সেই গাড়ি যদি প্রতিনিধিত্ব করে কলকাতার? তাহলে চমকে উঠবেন বইকি! হ্যাঁ, ভারতে এই প্রথম ফর্মুলা স্পোর্টসে অংশগ্রহণ করছে কলকাতাও। আয়োজনে ‘কলকাতা জোবা রেসিং’, সংক্ষেপে ‘কেজেআর’। আজ দুপুরে, কলকাতার পার্ক হোটেলে বিকেল ৪টে থেকে আনুষ্ঠানিক উদ্বোধন।

এই প্রসঙ্গেই প্রহর কথা বলেছিল ফর্মুলা ওয়ানের সঙ্গে জড়িত একমাত্র বাঙালি দেবদত্ত ওরফে জন মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রথম বাঙালি ফর্মুলা ওয়ান মার্শালও তিনি। জানালেন, ‘এই প্রথম এক বাঙালির উদ্যোগে প্রতিযোগিতায় নামবে ফর্মুলা কার। নিঃসন্দেহে এ এক গর্বের খবর।’ উপস্থিত থাকবেন ববি হাকিম, অরূপ ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী, ফ্রান্সের অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর ফ্যাব্রিস প্ল্যাংকটন প্রমুখ। আর রেসিং কার? দেবদত্তবাবু হাসলেন। ‘কলকাতায় রেসিং ট্র্যাক কই! উদ্যোগ বা আয়োজন কলকাতার হলেও, প্রতিযোগিতা হবে ভারতের অন্যত্রই।’

একই সুর দেবদত্তবাবুর ছেলে তথাগত মুখোপাধ্যায় ওরফে তুন্নার গলাতেও। ভারতের সর্বকনিষ্ঠ ফর্মুলা কার চালকের রেকর্ড তাঁর দখলেই। অথচ বাঙালি এগিয়ে আসে না বলে হতাশ তিনিও। “খেলা বলতেই তো বাঙালি শুধু ফুটবল আর ক্রিকেটের কথাই বলে। আমরা চাই পাশাপাশি মোটর স্পোর্টসও সম্মান পাক।” বলছিলেন তথাগত মুখোপাধ্যায়। অথচ বাবা বা ছেলে কেউই এখনও নতুন প্রজন্মের মধ্যে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। 

তবে সেসব প্রসঙ্গ এখন পিছনের সারিতে। আজকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উৎসাহী দুজনেই। “গাড়ি সম্বন্ধে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা যথেষ্ট আগ্রহী”, বলছিলেন তথাগতবাবু। কলকাতার এমন আয়োজনে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হবে, এই আশা থেকেই এমন প্রতিযোগিতার উদ্যোগ। এখন শুধু চাকা গড়ানোর অপেক্ষা। আর সেই ধ্বনির - 'গেট, সেট, গো...'

Powered by Froala Editor

More From Author See More