যারা এতদিন পৃথিবীকে রক্ষা করতেন, পরিবেশকে বাঁচিয়ে তুলে নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখতেন যাঁরা, একে একে তাঁদের প্রত্যেককেই বেঘোরে প্রাণ দিতে হচ্ছে। গতবছর ২৮ জন, আর এ-বছর সেই রেকর্ড ছাপিয়ে মোট ৪৬ জন পরিবেশকর্মী খুন হয়েছেন ফিলিপিন্সে। স্থানীয় একটি এনজিও-র গবেষণায় উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য।
পরিবেশ এবং ভূমি রক্ষার জন্য খুন আজকের পৃথিবীতে বিরল ঘটনা নয়। এই মৃত মানুষদের তালিকায় রয়েছেন কৃষক ও কৃষি-সংক্রান্ত ব্যবসায় যুক্ত শ্রমিকরাও। এমনকি, ফরেস্ট রেঞ্জার কিংবা ল-ইয়াররাও বাদ পড়েননি মৃত্যুর হাত থেকে। পরিবেশ রক্ষায় উদ্যোগীরা এখন ফিলিপিন্সে ‘দেশের শত্রু’ হিসেবে ঘোষিত শাসকের তরফ থেকে। কার্বনের পরিমাণ কমানো, গাছ কাটা বন্ধ করা এসবের বিরুদ্ধেই লড়াই শুরু করেছিলেন অ্যাক্টিভিস্টরা। তার ‘প্রতিদান’ও পেয়েছেন হাতেনাতে।
আগামীতে সুস্থ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যারা প্রাণ দিয়েছেন, তাঁদের দায় বহন করার জন্য কতটা দায়িত্ব নিয়ে এগিয়ে আসছে মানুষ? এ-প্রশ্ন কিন্তু ভাবী প্রজন্ম তুলবেই। তখন আপনারা-আমরা জবাব দিতে পারব তো?