গতবছর সেপ্টেম্বর মাসে প্রকাশিত ভারতের ন্যাশনাল র্যাঙ্কিং-এ দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠস্থান অধিকার করেছিল খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। এবার সদ্য-প্রকাশিত কিউএস র্যাঙ্কিং (QS Ranking) অনুযায়ী বিশ্বের প্রথম ১০০টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিল খড়গপুর। কিউএস পয়েন্ট অনুযায়ী ভারতের মধ্যে খড়গপুরের স্থান তৃতীয়।
২০২১ সালে খনিজ এবং খনি প্রকৌশলবিদ্যার জন্য কিউএস তালিকায় ৪৪তম স্থান দখল করেছিল খড়গপুর আইআইটি। ৭ ধাপ এগিয়ে চলতি বছরে খড়গপুরের ক্রমাঙ্ক ৩৭। গত বছর সাংহাই র্যাঙ্কিং-ও বিশেষ স্বীকৃতি দিয়েছিল খড়গপুরের খনিজ বিভাগকে। এবার সেই মুকুটে জুড়ল আরও একটি পালক। পাশাপাশি বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন প্রকৌশলবিদ্যার ক্ষেত্রে ৯০ থেকে ৮০তম স্থানে উন্নিত হয়েছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানটি।
তবে এখানেই শেষ নয়। কৃষি, খনিজ প্রকৌশল, পরিসংখ্যানবিদ্যার মতো বিষয়গুলিতে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে খড়গপুর। পরিবেশ বিজ্ঞান এবং অর্থনীতিতে দেশের মধ্যে খড়গপুরের স্থান দ্বিতীয়। অন্যদিকে তথ্যপ্রযুক্তি, রাসায়নিক প্রকৌশলবিদ্যা, কম্পিউটার বিজ্ঞানে তৃতীয় স্থান দখল করেছে খড়গপুর।
খড়গপুর ছাড়াও কিউএস র্যাঙ্কিং-এর তালিকায় রয়েছে ভারতের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। কলা ও মানবিক বিজ্ঞানে ৬০০-৬৫০ স্থানের মধ্যে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এই প্রথম ভারতের একমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ জায়গা পেল যাদবপুর। ফলত, যাদবপুরের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণও বটে। অন্যদিকে আইআইটি দিল্লি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, মুম্বাই আইআইটিও রয়েছে আন্তর্জাতিক র্যাঙ্কিং-এর প্রথম ৪৫০-এর মধ্যেই। সবমিলিয়ে স্পষ্টতই চলতি বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে রীতিমতো নজর কেড়েছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাফল্য…
আরও পড়ুন
বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় ‘জিরেন গুড়’, নেপথ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা
Powered by Froala Editor
আরও পড়ুন
খাদ্য, পানীয় ও জীবনধারণও শেখার বিষয়, অভিনব স্নাতকোত্তর কোর্স ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে