গ্রামের নাম কেজেলাবাদ। আফগানিস্তানের এক আশ্চর্য গ্রাম। কেন আশ্চর্য? গ্রামটি তৈরি মিসাইল দিয়ে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এবং তাও অবিস্ফোরিত মিসাইল। সংখ্যায় অন্তত ৪০০ হবে কম করে। এবং তার প্রত্যেকটিই অত্যন্ত শক্তিশালী। অবাক করার বিষয় হচ্ছে, মিসাইল দিয়ে কীভাবে একটা গ্রাম তৈরি হয়! ছাদের কড়িকাঠ থেকে দরজার ফ্রেম অথবা ছোট সেতু বানাতেও ব্যবহৃত হয়েছে এই সাংঘাতিক মিসাইল। কোনো বাড়িতে সাতটি, কোনো বাড়িতে তারও বেশি মিসাইল ঘুমিয়ে আছে অবলীলায়। একটি বিশেষ বাড়িতে পাওয়া গেছে ২৬টি মিসাইল। যার মধ্যে রয়েছে প্রায় ১২০০ কেজি বিস্ফোরক। শুধু এই একটি বাড়ি বিস্ফোরিত হলেই চিহ্ন খুঁজে পাওয়া যাবে না গোটা গ্রামের। জানা যায়, ১৯৮০ সালের যুদ্ধের পর সোভিয়েত সৈনরা ফেলে রেখে চলে যায় এই বিপুল সংখ্যক অব্যবহৃত বিস্ফোরক।
গ্রামটিতে এরপর সরকারি উদ্যোগে ক্লাস নেওয়া হয়েছে। এবং মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কী ঝুঁকিতে দিনযাপন করছেন তাঁরা। বিশেষত মহিলাদের এভাবে ক্লাসের মাধ্যমে বোঝানো হয়েছে বীভৎসতা। রান্নাঘরে চিমনির গায়ে বিস্ফোরক নিয়ে এতদিন ঘর করেছেন তাঁরা। এখন তাঁরা আতঙ্কিত। চান যত শীঘ্র সম্ভব সরিয়ে নেওয়া হোক এই জিনিসগুলি। মিসাইল উদ্ধারের এই কাজও কম ঝুঁকিপূর্ণ নয়। যে-কোনো সময় এর থেকে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আপাতত সাবধানতার সঙ্গে এগুলিকে সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। গ্রামের মানুষের মুখে শান্তির ছাপ ফুটে উঠছে ধীরে ধীরে।