করোনা পরিস্থিতিতে এখনও গৃহবন্দি বহু মানুষ। লকডাউনের তিনমাসে তো রীতিমতো নাভিশ্বাস উঠেছিল সকলের। অবশ্য এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করার কথাও ভেবেছেন অনেকে। কিন্তু এই সময়ের ব্যবহারকে ঘিরেই গড়ে তোলা যায় রেকর্ড? ঠিক সেটাই করে দেখিয়েছেন কেরালার আরতি রঘুনাথন। তাঁর মতো করে এই সময়কে বোধহয় কেউই ব্যবহার করতে পারেননি।
গত ৩ মাসে ৩৫০টি অনলাইন কোর্স করেছেন কোচি শহরের বাসিন্দা আরতি রঘুনাথন। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সংখ্যাটা সত্যি। এমইএস কলেজের জৈব-রসায়ন বিভাগের স্নাতকোত্তর ছাত্রী আরতি এভাবেই কাজে লাগিয়েছেন ঘরবন্দি সময়। আর সেই সূত্রেই তাঁর নাম উঠে গিয়েছে ইউনিভার্সাল রেকর্ড ফোরামের তালিকায়।
অনলাইন প্ল্যাটফর্ম ‘কোর্সেরা’-র সূত্রে দেশবিদেশের নানা বিশ্ববিদ্যালয় থেকে এই কোর্সগুলি করেছেন আরতি। তার মধ্যে আছে জন হকিন্স ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের মতো নানা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। আর এমইএস কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় একেকটি কোর্স সম্পূর্ণ করতে মাত্র কয়েক সপ্তাহ সময় লেগেছে আরতির। রেকর্ড তৈরি বড়ো কথা নয়, এই কয়েকমাসে নানাকিছু শেখার আনন্দেই খুশি আরতি।
Powered by Froala Editor