কেরালায় একজন মৃত ব্যক্তির মৃত্যুর তদন্তের সময় ছবি তুলতে গিয়ে আবিষ্কার করা গেল তিনি জীবিত! ফটোগ্রাফারের চোখেই এই ঘটনা প্রথম ধরা পড়ে। গত রবিবারের এই ঘটনা। ফটোগ্রাফার টমি টমাসের তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলে,ই সঠিক সময়ে চিকিৎসা পেয়ে প্রাণ ফিরে পেলেন কেরালার পালাক্কাড়ের শিবদাসন নামের এক ব্যক্তি।
এর্নাকুলামের ফটোগ্রাফার টমি টমাসকে পুলিশ ডেকে এনেছিল শিবদাসনের মৃতদেহের ছবি তোলার জন্য। গত রবিবার আচমকাই মাথায় আঘাতের পরে সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে অচৈতন্য শিবদাসনকে মৃত বলেই ধরে নেন সবাই। যদিও পুলিশের অভিজ্ঞ চোখ কী করে তা এড়িয়ে গেল, সেটাও প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরায় শিবদাসনের ছবি তুলতে শুরু করার পরেই, টমি শুইয়ে রাখা শরীরের থেকে কিছু শব্দ শুনতে পান। খুব মৃদু হলেও, হতবাক ফটোগ্রাফার তক্ষুনি পরিদর্শনকারী পুলিশ দলের নজরে গোটা ব্যাপারটি আনলে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই ব্যক্তিকে।
বছর পঁয়তাল্লিশের টমি প্রায় দু'দশক ধরে কাজ করছেন পুলিশের সঙ্গে। সংবাদমাধ্যমে তিনি জানান যে, ওই ঘরে আলো কম থাকায় তাঁকে দেহের আরও পরিষ্কার ছবি পেতে শরীরের অনেক কাছে ঝুঁকতে হয়েছিল। তখনই তিনি লোকটির শ্বাস নেওয়ার শব্দ শুনতে পেয়েছিলেন।
পালাক্কাড়ের বাসিন্দা শিবদাসনকে তাঁর নিজেরই বাড়িতে তাঁর এক আত্মীয় ‘মৃত’ অবস্থায় পেয়েছিলেন। পরে তাঁকে উদ্ধারের পর পুলিশ তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন শিবদাসন।
Powered by Froala Editor