লকডাউনের সময় মানুষের মতোই খাদ্যকষ্টে আছে পোষ্য প্রাণীরাও। আর অন্যান্য প্রাণীদের থেকে ওদের জন্য খাবার লাগে একটু বেশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে হাতিকে নিয়ে। এই লকডাউনের সময় যেন মানুষের মতো তারাও খাবারের অভাবে না ভোগেন, সেটাই এবার নিশ্চিত করতে চলেছে কেরালা সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে খাদ্য বিতরণ কাজ শুরু হলে রীতিমতো উৎসবের মতো তা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।
অন্তঃসত্ত্বা হাতির মৃত্যুর পর থেকেই সংবাদের শিরোনামে উঠে এসেছে কেরালা। সেখানে বহু মানুষের কাছে বন্দি হাতিদের দুরবস্থার কথাও উঠে এসেছে। দেখা গিয়েছে, লকডাউনের সময় সেই দুর্ভোগ উঠেছে চরমে। আর তাই এই সময় মানুষের মতোই হাতিদের খাবারের দিকটি নিরাপদ করার দাবি তুলেছিলেন প্রাণী সুরক্ষা কর্মীদের অনেকে। সেই ডাকে সাড়া দিয়ে ৫ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছে কেরালা সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও সুরক্ষা মন্ত্রী।
এই প্রকল্পের অধীনে হাতিদের অন্তত ৪০ দিনের রেশন সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কয়েকদিনে খরচের অর্ধেক বহন করবে সরকার, আর বাকি অর্ধেক বহন করবে হাতিদের মালিক। প্রথমদিন ১৭টি প্রাপ্তবয়স্ক হাতিকে রেশন দিয়ে কাজ শুরু হলেও অতি দ্রুত রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে কর্মসূচি। আর সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরাও।
Powered by Froala Editor