আজ থেকে প্রায় দু’হাজার বছর আগেকার কথা। রঙিন সুতোয় বস্ত্রবুননের বাইরেও, সেসময় সুতির কাপড়ের ওপর বিভিন্ন রঙের নকশা ছাপার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল প্রাচীন ভারতে। দ্বাদশ শতাব্দীর পর থেকে হাতে ছাপা এই কাপড়ের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে গোটা ভারতীয় ভূখণ্ডে। তবে যত উন্নত হয়েছে প্রযুক্তি, যন্ত্রের ওপর বেড়েছে মানুষের নির্ভরশীলতা। ক্রমেই হারিয়ে গেছে ভারতের সেই প্রাচীন ঐতিহ্যবাহী টেক্সটাইল মুদ্রণ। সম্প্রতি, সেই প্রাচীন ভারতের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতেই অভিনব উদ্যোগ নিলেন কেরালার উদ্যোক্তা সোনিয়া রাজেশ।
আসলে হাতে ছাপা সেই কাপড়ের অস্তিত্ব একেবারেই যে হারিয়ে গিয়েছিল তেমন নয়। অন্যান্য রাজ্যে হাতে ছাপা বা ব্লক প্রিন্টিং-এর কাজ বন্ধ হয়ে গেলেও, রাজস্থানে এখনও স্বল্পমাত্রায় জীবিত রয়েছে এই শিল্প। তবে সে ব্যবসার আর্থিক অবস্থা বেশ সঙ্গীন। বাজারে চাহিদা কমতে কমতে এসে তলানিতে ঠেকেছে। ফলে, উপার্জনের অভাবে কাজ ছাড়ছে অধিকাংশ শিল্পীই। করোনা মহামারীর আবহে সেই সংকট বেড়েছে আরও বহুগুণ।
ঠিক এমন পরিস্থিতিতেই, লড়াইয়ের হাল ধরেছেন কেরালার সোনিয়া। জয়পুরের শিল্পীদের দিয়ে বানানো হাতে তৈরি প্রিন্টেড পোশাকই তিনি পৌঁছে দিচ্ছেন আন্তর্জাতিক বাজারে। বর্তমানে ভারতের বাইরে প্রায় ৭১টি দেশে সরবরাহ হচ্ছে জয়পুরের ঐতিহ্যবাহী এই ব্লক প্রিন্টেড কাপড়। সেইসঙ্গে উপযুক্ত ব্র্যান্ডিং-এর কারণে ভারতের বিভিন্ন রাজ্যে খানিকটা হলেও চাহিদা বেড়েছে এই বস্ত্রের। তাতে একদিকে যেমন প্রাচীন ঐতিহ্যের সংরক্ষণ হচ্ছে, তেমনই খুলছে দরিদ্র শিল্পীদেরও উপার্জনের পথ।
কিন্তু কীভাবে যন্ত্র ছাড়াই ছাপা হয় এহেন রঙিন কাপড়? সোনিয়া জানাচ্ছেন, কাঠের তৈরি ব্লকের ওপর প্রথমে শিল্পীরা খোদাই করেন বিভিন্ন নকসা। তারপর সেই কাঠের ওপরে হাতে তৈরি রঙের প্রলেপ দিয়ে, সেই রং ছাপা হয় সমগ্র কাপড়ে। একদিকে যেমন এই প্রক্রিয়া শ্রমসাধ্য, তেমনই সাধারণ ছাপার থেকে বহুগুণ বেশি সময়ও লাগে ব্লক প্রিন্টিং-এ। তবে গুণগত মানের দিক থেকে এই কাপড়ের বিকল্প এখনও বাজারে নেই বলেই অভিমত তাঁর। কয়েক বছর আগে পর্যন্তও ভারতে হ্যান্ডলুমের কাপড়ের বাজার প্রায় ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানে তার চাহিদা এবং জনপ্রিয়তা— দুই-ই আকাশছোঁয়া। ঠিক একইভাবে হাতে ছাপা এই কাপড়ও যে নিজের হারিয়ে যাওয়া সত্তা খুঁজে পাবে, সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী জয়পুরের শিল্পীরা…
আরও পড়ুন
করোনা কেড়ে নিল আরও এক শিল্পীকে, প্রয়াত তবলিয়া পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়
Powered by Froala Editor
আরও পড়ুন
রোমান সাম্রাজ্য ও অজস্র যুদ্ধের কাহিনি নিয়ে ধুঁকছে স্পেনের তরবারি শিল্প