খিদে, তেষ্টা শুধু মানুষের কেন, সমস্ত প্রাণীরই পায়। জীবনধারণের জন্য তাকে খেতে হবে। কিন্তু সেই খাবারই যখন তার মৃত্যুর কারণ হয়? কেরালার মল্লপুরমে অন্তঃসত্ত্বা হাতিটির মৃত্যু সেই কথাই মনে করিয়ে দেয়। কিন্তু যতটা ভাবছি, অবস্থা তার থেকেও বেশি ভয়ংকর। সেই তথ্যই উঠে এল হাতিটির সাম্প্রতিক ময়না তদন্তের রিপোর্টে।
গত ২৭ মে গোটা দেশের সামনে উঠে আসে কেরালার এই মর্মান্তিক ঘটনা। বিস্ফোরক শব্দবাজি পোরা আনারস খেতে গিয়ে হাতিটির মুখের মধ্যেই ফেটে যায় সেটি। এরপর সে সোজা চলে যায় ভেলিয়া নদীতে। সেখানেই প্রায় দুই সপ্তাহ টানা দাঁড়িয়ে থাকে। তারপরই মারা যায় সে। তখনই জানা যায়, হাতিটি অন্তঃসত্ত্বা ছিল। প্রাথমিকভাবে ধরা হয়েছিল, অতদিন একটানা নদীতে দাঁড়িয়ে থাকার ফলে অতিরিক্ত জল খেয়ে নেয় হাতিটি। ফলে মারা যায় সে।
কিন্তু সাম্প্রতিক ময়না তদন্তের রিপোর্টে উঠে আসছে সম্পূর্ণ অন্য দিক। বাজি ফেটে যাওয়ার ফলে হাতিটির মুখে মারাত্মক ক্ষত তৈরি হয়। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। যার জন্য ওই দুই সপ্তাহ খাবার, জল কিছুই খেতে পারেনি সে। সেইজন্যই ধীরে ধীরে দুর্বল হয়ে যায় শরীর; একসময় নেমে আসে মৃত্যু। বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কেরালার এমন ঘটনায় ইতিমধ্যেই গোটা ভারতে প্রতিবাদের ঝড় উঠেছে। কেরালা প্রশাসনও দোষীদের খুঁজে বের করার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে তাঁরা।
Powered by Froala Editor