একুশ শতকে দাঁড়িয়েও এতটুকু ফিকে হয়নি লিঙ্গবৈষম্য। তাই এবং লিঙ্গসমতা এবং লিঙ্গ সংবেদনশীলতা ফেরাতে অভিনব পদক্ষেপ নিল কেরালা সরকার। আগামী ফেব্রুয়ারি মাসে কেরালার কোঝিকোড়ে খুলতে চলেছে ‘জেন্ডার পার্ক’। বর্তমানে পুরোদমে চলছে তার নির্মাণ প্রকল্প। উল্লেখ্য, ভারতে এমন উদ্যোগ এই প্রথম।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১১-১৩ তারিখের মধ্যে কেরালায় হতে চলেছে ‘লিঙ্গ সমতার আন্তর্জাতিক সম্মেলন’-এর দ্বিতীয় সংস্করণ। সেই সম্মেলন চলাকালীনই উদ্বোধন করা হয়ে এই পার্কটি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন কেরালার স্বাস্থ্য, সামাজিক বিচার এবং মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী কে কে শৈলজা। সম্ভাব্য ১১ ফেব্রুয়ারিই মুখ্যমন্ত্রী পিনারাই বিয়াজন উদ্বোধন করবেন এই পার্কের। আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনে কেরালা সরকারের পাশে সহ-আয়োজক হিসাবে উপস্থিত থাকবে জাতিসংঘের মহিলা শাখাও।
পাশাপাশি ওই দিন উদ্বোধন হতে চলেছে আরও একটি প্রকল্প। মহিলা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রস্তুত পণ্যের বৈশ্বিক রপ্তানির জন্য বিশেষ গবেষণা কেন্দ্রও খুলছে কেরলে। চালু হচ্ছে ‘জেন্ডার মিউজিয়াম’, ‘জেন্ডার লাইব্রেরি’, কনভেনশন সেন্টার এবং অ্যাম্ফিথিয়েটারও। সাধারণ মানুষকে লিঙ্গ সমতার বিষয়ে ওয়াকিবহাল করতেই এই উদ্যোগ কেরালা সরকারের।
উক্ত মিউজিয়ামটিতে প্রদর্শিত হবে রেনেসাঁর সময় থেকে এখনও পর্যন্ত সভ্যতার বিকাশে নারীদের অবদান, অর্জন এবং নারী আন্দোলনের দিকগুলি। ‘জেন্ডার লাইব্রেরি’-তে থাকবে জনসচেতনতামূলক একাধিক গ্রন্থ। যা পড়বার সুযোগ পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে গোটা পাইলট প্রজেক্টটির জন্য বরাদ্দ হয়েছে ৩০০ কোটি টাকা। উক্ত পার্কটির পরে ২০২১ সালের মধ্যেই আরও তিনটি ‘জেন্ডার পার্ক’ তৈরির পরিকল্পনা করে রেখেছে কেরালা সরকার…
Powered by Froala Editor