প্রতিবছর মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয় এক ঐতিহহ্যবাহী মেলা। বীরভূমের জয়দেব কেন্দুলি গ্রামে। জয়দেব মেলা। শোনা যায়, পণ্ডিত জয়দেবের স্মৃতির উদ্দেশ্যেই সূচনা এই মেলার। অজয় নদের ধারে ছোট্ট গ্রাম কেঁদুলি। সেখানে নদের পাড় ধরে আখড়া বসে বাউলদের। একটা গোটা বছরের অপেক্ষার পর এই মেলা লোকগানের ভক্তদের জন্য এক নতুন প্রাণবায়ু। জমজমাট বাউল গানের আসর। শুরু হয়ে যায় মকরস্নানের দিন থেকেই।
কেঁদুলি গ্রাম গীতগোবিন্দের স্রষ্টা কবি জয়দেবের জন্মস্থান। বাউল গানের পাশাপাশি কীর্তনের আসরও মাতিয়ে রাখে জয়দেব মেলাকে।
এই শিকড়, এই মাটির সঙ্গে জড়িয়ে থাকা গানের, শিল্পীদের ও ছুটে আসা স্রোতাদের নিজের দেখার চোখে ধরলেন অরিত্র দত্ত। তাঁর ফটোগ্রাফিতে দেখে নেওয়া যাক জয়দেব মেলার কিছু দৃশ্য।