নতুন ধরণের নিউমোনিয়া কি করোনার প্রভাবেই? কাজাখস্তানের পরিস্থিতি নিয়ে আশঙ্কা

নতুন ধরণের নিউমোনিয়ার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে কাজাখস্তানে। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই কাজাখস্তানের এই অজানা নিউমোনিয়া ছড়িয়ে পড়া নিয়ে যে যথেষ্টই আশঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সে কথা জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন বিভাগের প্রধান ডক্টর মাইকেল রায়ান। এমনকি এই সম্পূর্ণ ভিন্ন চরিত্রের এই নিউমোনিয়ার প্রাদুর্ভাব করোনা ভাইরাসের প্রভাবেই ছড়ানোর আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

করোনাভাইরাস নাকি নিউমোনিয়া, কোনটি বেশি ক্ষতিকারক— সেই নিয়েই কয়েকদিন ধরে জারি ছিল চিন এবং কাজাখস্তানের বাকযুদ্ধ। চলতি বছরের শুরু থেকেই কাজাখস্তানে ছড়িয়ে পড়া এক অচেনা প্রকৃতির নিউমোনিয়া রোগের কথা জানিয়ে সেই দেশে অবস্থিত চিনা দূতাবাস আশঙ্কা প্রকাশ করেছিল যে, কোভিড-১৯ এর থেকেও এই রোগ অনেক বেশি ভয়ানক এবং প্রাণঘাতী। চিনা দূতাবাসের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, এই বছরের জুন মাস অবধি কাজাখস্তানে নিউমোনিয়ায় মৃতের সংখ্যা ১৭৭২, যার মধ্যে কেবলমাত্র জুন মাসেই সেই সংখ্যাটা ৬২৮। যদিও চিনের সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্যকে খারিজ করে দিয়েছে কাজাখস্তানের স্বাস্থ্যমন্ত্রক।

করোনা ভাইরাসের প্রভাব ভালই পড়েছে কাজাখস্তানে। গত সপ্তাহেই প্রায় ১০,০০০ করোনা পজিটিভ রোগীর কথা স্বীকার করে নেওয়া হয়েছে সরকারি রিপোর্টে। যদিও কাজাখ সরকারের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের মোকাবিলা করতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আরও বাড়িয়ে দেওয়া হয়েছে পরীক্ষার হার। কোনোভাবে এই নিউমোনিয়ার সঙ্গে করোনাভাইরাসের সংযোগ রয়েছে কিনা, সেই ব্যাপারে নিশ্চিন্ত হতে স্থানীয় গবেষকদের সঙ্গেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করা শুরু করেছে বলে জানানো হয়েছে। যদিও কাজাখস্তানে প্রাথমিক ভাবে যে করোনা পরীক্ষা করা হয়েছিল, তার মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

Powered by Froala Editor

Latest News See More