তিন দশকের অভিনয়জীবনের স্বীকৃতি, ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন কে কে মেনন

/৭

গত তিন দশক ধরেই সিনে দুনিয়ার পরিচিত মুখ তিনি। ২০১৪ সালে ‘হায়দার’ সিনেমার জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবার তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি সাফল্যের পালক। চলতি বছরে ভারতে চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে-র সম্মাননা পেতে চলেছেন অভিনেতা কে কে মেনন। আগামীকাল তাঁর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কারের স্মারক।

/৭

মুখ্যচরিত্র ছাড়াও বহু সিনেমাতেই পার্শ্বচরিত্র এমনকি ভিলেনের ভূমিকাতেও দেখা গেছে তাঁকে। ‘নেগেটিভ’ চরিত্রেও তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। দাদাসাহেব ফালকে সম্মাননার জন্য ঠিক সেই কারণেই বেছে নেওয়া হয়েছে তাঁর নাম। বহুমুখী অভিনেতা (মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর) বিভাগে তিনি পাচ্ছেন এই পুরস্কার।

/৭

১৯৬৬ সালে কেরালায় জন্ম মেননের। তবে বেড়ে ওঠা মহারাষ্ট্রের পুনেতেই। বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকতা করার পর মেনন স্নাতকোত্তর করেন ‘বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন’-এ। এক কথায় তাঁর অভিনয় জগতে ঢুকে পড়া খানিকটা আকস্মিক ভাবেই। মূল লক্ষ্য ছিল বিজ্ঞাপন বিভাগেই কাজ করা। হন্ডা, মার্লবোরো, কাইনেটিকের মতো বহুজাতিক সংস্থায় কাজও করেছেন মেনন।

/৭

নব্বই দশকের শুরুর দিকে থিয়েটার প্রোডাকশনের কাজ করতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় অভিনেত্রী নিবেদিতা ভট্টাচার্য-র। আর তারপরই যেন বদলে যায় সবকিছু। মঞ্চে তাঁর অভিনয়ের সাবলীলতা দেখে মুগ্ধ হয়েছিলেন খোদ পরিচালক। তাঁর কাঁধেই সঁপে দেন গুরুদায়িত্ব। হ্যাঁ, প্রথমবার থিয়েটারের মঞ্চে তাঁকে দাঁড়াতে হয়েছিল নাসিরুদ্দিন শাহ-র বিপরীতে। আলাদা করে বলার দরকার নেই সেই নাটক— ‘মহাত্মা বনাম গান্ধী’ ঠিক কোন পর্যায়ে জনপ্রিয়তা পেয়েছিল।

/৭

থিয়েটারের হাত ধরেই সুযোগ আসে টেলিভিশনের পর্দায়। বেশ কয়েকটি টিভি সিরিয়ালের পাশাপাশি টেলিভিশন মুভি-তেও দেখা যায় তাঁকে। জেব্রা-২ দিয়ে চলচ্চিত্রের জগতে অভিষেক মেননের। ২০০১ সালে ‘প্রধানমন্ত্রী’ সিনেমায় তাঁর অভিনয় রীতিমতো সাড়া ফেলে দেয় চলচ্চিত্র মহলে। এক তরুণ প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমার পর আর ফিরে তাকাতে হয়নি মেননকে। কার্যত তারপর থেকে বড় পর্দাতে বিভিন্ন স্বাদের ছবিতেই অভিনয় করেছেন তিনি।

/৭

‘মুম্বাই মেরি জান’, ‘দ্রোণা’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘গুলাল’, ‘এবিসিডি’, ‘গাজি অ্যাটাক’-সহ ৩০টিরও বেশি সিনেমায় দেখা গেছে তাঁকে। হিন্দি ছাড়াও মারাঠি, তামিল, তেলেগু, গুজরাটি সিনেমাতেও অভিনয় করেছেন কৃষ্ণ কুমার মেনন। ২০১৪ সালে ‘হায়দার’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য আইআইএফএ পুরস্কার।

/৭

তবে শুধু বড়ো পর্দাতেই নয়, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের ফর্ম বজায় রেখেছেন ষাটোর্ধ্ব অভিনেতা। ২০১৯ সালে নেটফ্লিক্সের ‘পেনাল্টি’ সিনেমার পাশাপাশি গত বছর হটস্টারের ই-সিরিজ ‘স্পেশাল-ওপস’-এও অভিনয় করেছেন মেনন। জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রথম দশের মধ্যে উঠে এসেছিল এই সিরিজটি। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে এই সিরিজের দ্বিতীয় পর্ব। তার আগেই মেননের দাদাসাহেব ফালকে সম্মাননা যেন আরও বাড়িয়ে দিল দর্শকদের খিদে…

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More