দেশের পরিস্থিতি খারাপ, বিনামূল্যেই মাস্ক দিতে রাজি কাশ্মীরের খুদে বিক্রেতা

করোনা ভাইরাসের সংক্রমণের কথা ছড়িয়ে পড়তে, মাস্ক বিক্রি করতে শুরু করেছেন অনেকেই। কোনো নির্দিষ্ট জায়গায় নয়, ঘুরে-ঘুরে। দাম স্থায়ী বাজারের তুলনায় সস্তা। কাশ্মীরের পাকপাটান চকের রাস্তায় তেমনই ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করছিল ছোটো ছেলেটি। একেকটি মাস্ক মাত্র ২০ টাকা। কিন্তু তারপরই চমক।

আরও পড়ুন
ছেঁড়া রেনকোট-হেলমেট পরেই করোনার সঙ্গে লড়াই চিকিৎসকদের

কাশ্মীরের এই ছেলেটির কথা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। আসলে একটি ঘটনাই তাকে জনপ্রিয় করে তুলেছে। নাছোড় ফিরিওয়ালাদের ফিরিয়ে দিতে তো আমরা অনেকেই বলে থাকি, "কাছে একটাও টাকা নেই।" এই ছেলেটিকেও তেমনই বলেছিলেন এক ক্রেতা। কিন্তু তার উত্তরে ছেলেটি যা বলল, তা রীতিমতো অবাক করে। টাকা নেই তো কী হয়েছে? ছেলেটি বিনামূল্যেই মাস্ক দিতে রাজি।

https://twitter.com/SharmeenTarar/status/1246057936054599682?s=08

কোনোরকমে বেঁচে থাকার মতো খাবারের সংস্থান করতেই নানা জায়গায় ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে এরা। সামান্য লভ্যাংশ যা থাকে তাই তাদের রুটিরুজির একমাত্র সম্বল। তাই ছেলেটির কথায় রীতিমতো চমকে গেলেন ক্রেতা। বললেন, "মা বকবে তো।" সত্যিই তো দিনের শেষে এই লাভের টাকাতেই সংসার চলার কথা তাদের। কিন্তু ছেলেটি বলল, "মা বলেছে, বাইরের অবস্থা খুব খারাপ।"

আরও পড়ুন
প্রসবের আগে পর্যন্ত কাজের মধ্যেই, জমা দিয়েছেন করোনার টেস্টকিট

ভাইরাসের সংক্রমণ আটকাতে বারবার সাবধান হওয়ার অনুরোধ করছেন ডাক্তার থেকে প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু আমরা কতটুকুই বা সচেতন হচ্ছি? অনেকেই মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। শুধুই সামর্থ্যের অভাব নয়, সচেতনতারও অভাব। অন্য অনেকের মতোই সচেতন ছিলেন না সেই ক্রেতাও। কিন্তু একটি দরিদ্র্য বাচ্চা ছেলেই তার সচেতনতা ফিরিয়ে আনে। সত্যিই তো, অবস্থা খুব খারাপ। এই সময় একটু কি সচেতন হতে পারি না আমরা?