রেকর্ড সময়ে জাগলিং ও দৌড়, গিনেস বুকে ঈশ্বর

হাতে একটি টেবিল টেনিস ব্যাট। তার ওপর বল নিয়ে জাগলিং করতে করতে হেঁটে চলেছেন এক যুবক। এই ধরণের জাগলিং অনেকেই কমবেশি করতে অভ্যস্ত। আর এবার এভাবেই গিনেস বুকে নাম তুলে নিয়েছেন কর্ণাটকের যুবক ঈশ্বর এন (Eshwar N)। টেবিল টেনিস বল (Table Tennis) নিয়ে জাগলিং করতে করতে সবচেয়ে কম সময়ে ১ মাইল রাস্তা অতিক্রম করেছেন তিনি। আর এই কাজে তাঁর সময় লেগেছে মাত্র ৬ মিনিট ১৬.৫৩ সেকেন্ড। অর্থাৎ হেঁটেছেন না বলে দৌড়েছেন বলাই বেশি উপযুক্ত।

কর্ণাটকের তুমাকুরু শহরের সিদ্ধগঙ্গা ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ঈশ্বর। ছোটোবেলা থেকেই টেবিল টেনিস খেলার প্রতি তাঁর আগ্রহ। ঈশ্বরের কথায়, এই খেলার সঙ্গে তাঁর নাড়ির টান। আর এবার সেই খেলাকে সঙ্গী করেই গিনেস বুকে নাম তুললেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল স্পেনের ক্রিস্টিয়ান রড্রিগেজ নামে এক যুবকের। তিনি টেবিল টেনিস বল জাগলিং করতে করতে ১ মাইল পথ অতিক্রম করতে সময় নিয়েছিলেন ৬ মিনিট ২৪.৬৯ সেকেন্ড। রড্রিগেজের নামে অবশ্য আরও দুটো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। তার মধ্যে রয়েছে চিবুকের ওপর সবচেয়ে বেশি সময় বাইসাইকেল ব্যালেন্স করার রেকর্ড এবং সবচেয়ে দ্রুত ৫০ মিটার উল্টোদিকে সাঁতার কাটার রেকর্ড। তাঁর রেকর্ডকে ৮ সেকেন্ডেরও বেশি ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন ঈশ্বর।

ঠিক কী কারণে গিনেস বুকের রেকর্ড জয়ের কথা মনে এসেছিল, তাই নিয়েও ইতিমধ্যে মুখ খুলেছেন ঈশ্বর। রড্রিগেজের আগে এই রেকর্ড জয় করেছিলেন বেঙ্গালুরু শহরের যুবক সুস্মিত রাজেন্দ্র বরিগিদাদ। ২০১৯ সালে ৬ মিনিট ৪৯ সেকেন্ডে টেবিল টেনিস বল জাগলিং করতে করতে ১ মাইল ছুটেছিলেন সুস্মিত। পরের বছরই সেই রেকর্ড ভেঙে দেন স্পেনের রড্রিগেজ। অন্যদিকে খেলার সূত্রে সুস্মিতের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল ঈশ্বরের। দুজনে একসঙ্গে রাজ্য স্তরের নানা প্রতিযোগিতাতেও নেমেছেন। তাই বন্ধুত্বের তাগিদেই রড্রিগেজের রেকর্ড ভাঙার পণ করেছিলেন তিনি। আর শেষ পর্যন্ত সফলও হয়েছেন।

তবে গিনেস বুকে নাম তোলাকে জীবনের কোনো লক্ষ্য বলে মনে করতে রাজি নন ঈশ্বর। তাই লক্ষ্যপূরণেরও প্রশ্নই ওঠে না। কারণ এই রেকর্ডে তাঁর খেলার মূল্যায়ণ সম্ভব নয় বলেই মনে করেন তিনি। বরং এবার নতুন করে খেলার জন্য অনুশীলন শুরু করতে চান তিনি। আর খুব তাড়াতাড়ি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করাই এখন তাঁর লক্ষ্য।

আরও পড়ুন
প্রতি সপ্তাহে একটি করে রেকর্ড! মার্কিন ব্যক্তির কাণ্ডে হতবাক গিনেস বুকও

Powered by Froala Editor

আরও পড়ুন
হাত-পা বেঁধে ৩.৫ কিলোমিটার সাঁতার, ৬৬ বছর বয়সে রেকর্ড ভারতীয়ের