১২ বছর ধরে রোজ সকালে উদ্ধারকারীদের জড়িয়ে ধরে এই ক্যাঙ্গারু

মাত্র পাঁচ মাস বয়স ছিল তার। একদম একা, অনাথ। কোনও সহায়সম্বল নেই। কিন্তু অবস্থা কি সবার এক থাকে? একসময় সেই অনাথ খুঁজে পায় ঘর। সেখানেই সে আশ্রয় পায়। আশ্রয় বলা এখন ভুল, কারণ ১২ বছর পর আজ সেটাই তার ঘরবাড়ি হয়ে গেছে। কিন্তু সে ভোলেনি তার উদ্ধারকারীদের। প্রতিদিন তার অন্যতম প্রধান কাজ, তাঁদের গিয়ে একবার অন্তত জড়িয়ে ধরা। খুব সুন্দর মুহূর্ত না? আরও আশ্চর্য হবেন, এতক্ষণ যার কথা বলা হচ্ছিল, সে কোনও মানুষ নয়। একটি ক্যাঙ্গারু।

ওপরের গল্পটি অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু স্যাঙ্কচুয়ারির বাসিন্দা ‘কুইন অ্যাবি’-এর। পাঁচ মাস বয়সে এখানকার কর্মীরা উদ্ধার করে তাকে। বিধ্বস্ত, জখম ছিল সে। তাকে সুস্থ করে, স্যাঙ্কচুয়ারিতেই তার থাকার জায়গা হয়। তারপর থেকে, ১২ বছর হয়ে গেল, অ্যাবি এখানকার বাসিন্দা। এবং অন্যতম সুখী বাসিন্দা। যাই হয়ে যাক, তার একটা রুটিন কখনও বদলায় না। প্রতিদিন সকাল সকালই সে তার উদ্ধারকারীদের জড়িয়ে ধরে। কঠিন সময় যারা এগিয়ে এসেছিল, সঙ্গে ছিল, তাঁদেরকে সে ভোলেনি। কি করে অকৃতজ্ঞ হবে সে? চলুন, অ্যাবি-কে দেখে আমরাও কিছু অন্তত শিখি।

Latest News See More