‘কাগজ আমরা দেখাব না’ – কবিতায় প্রতিবাদ জানালেন বাংলার সংস্কৃতিজগত

প্রায় মাসখানেক ধরে সারা দেশে চলছে এনআরসি-সিএএ বিরোধী প্রতিবাদ। স্মরণাতীতকালে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখেনি ভারত। ছাত্রসমাজের অংশগ্রহণ এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দেখা দিয়েছে। শুধু ছাত্ররাই বা কেন, দলমত নির্বিশেষে অসংখ্য সাধারণ মানুষ নেমেছেন পথে। বাদ জাননি বিশিষ্টরাও। এবার, বরুণ গ্রোভারের ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে’ কবিতার বাংলা অনুবাদ পাঠ করলেন বাংলার সংস্কৃতিজগতের কয়েকজন। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘কাগজ আমরা দেখাব না’ শীর্ষক সেই ভিডিওটিতে দেখা গেছে সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, ধৃতিমান চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা শতরূপা, তিলোত্তমা সোম, নন্দনা সেন, দেবলীনা মজুমদার, মধুজা মুখোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, মনোরঞ্জন ব্যাপারী, আয়ুষ্মান মিত্র, স্নেহা ঘোষ ও রূপম ইসলামকে। সম্পূর্ণ কবিতাটির বিভিন্ন অংশ পাঠ করেছেন তাঁরা সবাই মিলে। ভিডিওটি বানিয়েছেন চন্দন রায় সান্যাল, স্বস্তিক পাল, বিক্রমজিৎ বোস প্রমুখ।

https://youtu.be/lJBHSk89nFs

‘এদেশ আমার, এদেশ তোমার / বিসমিল যে, সে রামপ্রসাদ / ধর্মে-ধর্মে বিভেদ গড়ে আজকে তুমি বাঁচবে না / কাগজ আমরা দেখাব না।’ এই জেদই ধ্বনিত হল সেই কবিতায়। লেখক, গায়ক, চিত্র পরিচালক, অভিনেতা, সমাজকর্মী – বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বাঙালিরা এবার এই ভিডিও’র মাধ্যমে প্রতিবাদ জানালেন কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব বিলের।

সারা ভারত যখন এই ইস্যু নিয়ে উত্তাল, তখন স্বাভাবিকভাবেই চুপ থাকেননি তাঁরাও। এর আগেও বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এবার একটি ভিডিও একত্রে আনল তাঁদের। গত পরশুই প্রধানমন্ত্রীর কলকাতায় আসার প্রতিবাদে রাত জেগেছিল শহর। আর তারপর আজকের এই ভিডিও সর্বস্তরের মানুষকে এক সূত্রে বাঁধারই একটি প্রয়াস, এমনটাই মনে করছেন অনেকে।

Latest News See More