স্কুলে গেলেই বইয়ের পাশাপাশি মিলবে পরিবেশবান্ধব ব্যাগও

স্কুলগুলিতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়ার সঙ্গে সঙ্গে পাটের ব্যাগও দেওয়ার ভাবনাচিন্তা করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্প্রতি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবছর বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৪ কোটি ছাত্রছাত্রীকে বিনামূল্যে বই দেওয়া হয়। আর এর জন্য অনেক ব্যাগের দরকার। সেখানে পাটের ব্যাগ ব্যবহার করলে যেমন পরিবেশেরও ক্ষতি হয় না, ঠিক তেমনই প্রচার ও প্রসার বাড়বে পাটের। এমনটাই মনে করছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আধিকারিকরা। তবে এই পুরো ব্যাপারটায় বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি নেওয়া অত্যন্ত জরুরি। সেরকম হলে কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে পাটের ব্যাগ চালানোর পর সব জায়গায় শুরু করা যেতে পারে। দুই মন্ত্রকের সম্মতি থাকলেই এই কাজটি শুরু করা হবে।