বৃহস্পতির বায়ুমণ্ডলে মিলল জল, তাহলে কি অস্তিত্ব আছে প্রাণেরও?

বৃহস্পতি শুষ্ক গ্রহ নয়। বৃহস্পতিতেও আছে জল। এমন তথ্যই জানা যাচ্ছে নাসার সাম্প্রতিক গবেষণায়। প্রায় ৯ বছর ধরে বৃহস্পতি গ্রহের চারদিকে ঘুরছে অনুসন্ধানকারী স্যাটেলাইট জুনো। আর সেই স্যাটেলাইটের পাঠানো তথ্যই চমকে দিয়েছে বিজ্ঞানীদের।

১৯৯৫ সাল নাগাদ অপর একটি স্যাটেলাইট গ্যালিলিওর পাঠানো তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীদের ধারণা হয়েছিল বৃহস্পতি একটি শুষ্ক গ্রহ। সেখানে জলের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তবে ১৭ ফেব্রুয়ারি এই গ্রহের বিষুব অঞ্চলে অনুসন্ধান চালিয়ে দেখা যায় বায়ুমণ্ডলের প্রায় ০.২৫ শতাংশই জল। পৃথিবীর তুলনায় বেশ কম পরিমাণে হলেও বৃহস্পতির বায়ুমণ্ডলে জলের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

সৌরমণ্ডলের প্রথম গ্রহটিই সম্ভবত বৃহস্পতি। বিরাট এই গ্রহের চারিদিকে বায়ুমণ্ডলের উপস্থিতিও বেশ আশ্চর্যের। আর সেখানে বিভিন্ন গ্যাস ও ধূলিকণার সঙ্গে মিলল জল। জল মানেই কি জীবন? তাহলে কি প্রাণের অস্তিত্বও থাকতে পারে বৃহস্পতিতে? এমন নানা প্রশ্নেরই উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। তবে প্রথমে এই তথ্যের বিষয়ে আরো নিশ্চিত হয়ে নিতে চাইছেন তাঁরা। তাই শেষ অনুসন্ধানের ঠিক এক সপ্তাহের মাথায়, ২৪ ফেব্রুয়ারি আবার অনুসন্ধানের নির্ঘণ্ট তৈরি করা হয়েছে।

বৃহস্পতি গ্রহের বিষুব অঞ্চলের লাল রেখাটিকে ঘিরে যদিও নানারকম রহস্যের সহাবস্থান। এখানকার জলবায়ুর অনেকটাই গ্রহের বাকি অংশের সঙ্গে মেলে না। তাই বৃহস্পতির অন্যান্য অঞ্চলে জলের পরিমাণ কতটা, সে বিষয়েও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আমরা বরং সেই গবেষণার দিকে তাকিয়ে থাকি।