২০৫০-এ জলকষ্টের কবলে পড়বে মধ্যপ্রাচ্যের এই দেশ, আমরা কতটা তৈরি?

পরিবেশ সংকটে পৃথিবী। দিনকে দিন বেড়ে যাচ্ছে তাপমাত্রা। জলবায়ুর খামখেয়ালিপনা মাত্রা ছাড়াচ্ছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে বেশ কিছু জায়গায় জলস্তর কমতে শুরু করেছে। যা ধীরে ধীরে ভয়ানক আকার নিতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডনের অবস্থার কথাই ধরা যাক। যত দিন যাচ্ছে, গড় তাপমাত্রা বাড়ছে সেখানে। সেই সঙ্গে কমছে বৃষ্টিপাতের পরিমাণ। ক্ষতির পরিমাণ এখানে অনেক বেশি। যে ডেড সি-এর জন্য বিখ্যাত জর্ডন, সেই ডেড সি-এর জলস্তর প্রতি বছর এক মিটার করে কমছে। জর্ডন নদীর অবস্থাও খুব খারাপ। এখন এমন অবস্থা, মাটির তোলা থেকে গ্যালন গ্যালন জল তোলা হচ্ছে। কিন্তু সেটাও আর বেশিদিন নয়। কারণ যে পরিমাণে জল তোলা হচ্ছে, সেই পরিমাণে জল ভরছে না। বিজ্ঞানীদের আশঙ্কা, এমন চলতে থাকলে ২০৫০-এর মধ্যে তীব্র জলাভাবে ভুগবে জর্ডন। শুধু জর্ডন নয়, ভুগবে মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চল।

জলকষ্টের ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে গ্রামগুলিতে। কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন, বাঁচার জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে চলে আসছেন বহু মানুষ। ‘ক্লাইমেট রিফিউজি’দের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আশঙ্কা, ভবিষ্যতে আরও বাড়বে। আমরা কি খুব স্বস্তিদায়ক জায়গায় আছি? চেন্নাইয়ের জলাভাব কিন্তু সে কথা বলছে না। আমরা ভাবছি কি আদৌ? প্রশ্ন করার সময় নিজেদের। শুধু প্রশ্ন নয়, উদ্যোগ নেওয়ার সময় এটাই।

Latest News See More