বাংলা সহ ১১টি ভাষায় প্রশ্ন জয়েন্ট এন্ট্রান্সে, নয়া ‘অর্জন’ পরীক্ষাব্যবস্থায়

স্কুলজীবন শেষ হওয়ার মুখে, উচ্চমাধ্যমিকের পরেই চলে আসে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রাজ্য ও জাতীয় স্তরের। তখনও হয়তো কোনো বাঙালি ছাত্র ইংরাজিতে সড়গড় হয়নি, ইংরাজিতে এত বড় পরীক্ষা দিতে বসে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। যে শব্দ বা ‘টার্ম’গুলি বাংলায় পড়ে এসেছে এতদিন ধরে, তা ইংরাজিতে হঠাৎ দেখলে মুশকিল তো হবেই, যদি চর্চা না থাকে। অথচ নির্দিষ্ট সময়ে সেই পরীক্ষা দিতে হয়; উত্তীর্ণও হয় অনেকেই। কিন্তু যারা হয় না? শুধুই প্রস্তুতির অভাব, না ভাষার প্রতিবন্ধকতাও কাজ করে কোথাও?

ভারত বহু ভাষাভাষীর দেশ। কিন্তু জাতীয় স্তরের বেশিরভাগ পরীক্ষায় ইংরাজির পাশাপাশি চিরকাল প্রাধান্য পেয়ে এসেছে হিন্দি ভাষা। কিন্তু আগামী দিনে বিভিন্ন ভাষার ছাত্রছাত্রীদের জন্য এল সুখবর। ২০২১ সাল থেকে জাতীয় স্তরের জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন(মেইন) এর পরীক্ষায় প্রশ্নপত্র করা হবে অন্তত এগারোটি ভাষায়। দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থার দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি এই ঘোষণাকে তাই একপ্রকার জয় হিসেবেই দেখছেন বাঙালিরা।

বহু ছাত্রছাত্রীদের স্বপ্ন থাকে আইআইটিতে পড়াশোনা করার। দেশের প্রথম স্তরের এই কলেজগুলিতে সুযোগ পেতে গেলে পর্যাপ্ত মার্কস পেয়ে জেইই(মেইন) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু পরীক্ষা ক্ষেত্রে এতদিন ভাষা ছিল অনেক ছাত্রছাত্রীদের মূল বাধা। বিজ্ঞানের বহু টেকনিক্যাল শব্দের ইংরেজি জানে না অধিকাংশ ছাত্রছাত্রী। ভরসা ছিল হিন্দি, কিন্তু সে ভাষার সঙ্গে পরিচয় নেই অনেকেরই।

২০২১ সাল থেকে অন্তত ১১টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুবিধে থাকছে এই পরীক্ষাটিতে। সেগুলি হল বাংলা, অসমিয়া, ইংরাজি, গুজরাটি, হিন্দি, কন্নড়,  মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু এবং উর্দু। রয়েছে আরও অনেক ভাষা।

হিন্দির আগ্রাসনের মাঝেই এমন জোরালো সিদ্ধান্ত আগামী দিনে আশার আলো জোগায়। আশা করা যায়, জাতীয় স্তরের অনান্য পরীক্ষার ক্ষেত্রেও একই পন্থায় বহু ভাষায় প্রশ্নোত্তরের সুবিধে থাকবে।