'জোকার' হয়েই পেলেন অস্কার, সেরা অভিনেতা জোয়াকিন

২০১৯-এর অক্টোবর মাস। গোটা বিশ্ব অপেক্ষা করছিল একজন কমেডিয়ানের গল্প শোনার জন্য। লোকটি কি পাগল; নাকি ওঁর কথা, আচরণের ভেতর লুকিয়ে আছে অন্য কিছু? কঠোর বাস্তবের ধাক্কা খেতে খেতে সে পড়ে যায় প্রতিনিয়ত। কিন্তু সে তো হাসাতে চায়। অতঃপর, আর্থার ফ্লেক থেকে ‘জোকার’ হওয়ার যাত্রা। ব্যর্থ কমেডিয়ান থেকে অপরাধ জগতের রাজা হওয়ার যাত্রা…

পরিচালক টড ফিলিপসের ছবি ‘জোকার’ নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। তবে সাম্প্রতিক খবরটির জন্য সমস্ত সিনেপ্রেমীরা অপেক্ষা করে ছিলেন। জোকারের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই বছর অস্কার পেলেন অভিনেতা জোয়াকিন ফিনিক্স। এর আগেও ‘গ্ল্যাডিয়েটর’, ‘ওয়াক দ্য লাইন’-এর জন্য অস্কার নমিনেশনে ছিলেন তিনি। কিন্তু কাছে এসেও, হাতছাড়া হয়। এবার তাঁর ভক্তরা একপ্রকার নিশ্চিতই ছিলেন অস্কারের ব্যাপারে। অবশেষে, সেটা পূরণ হল। সেরা অভিনেতার পুরস্কারটি পেলেন জোয়াকিন।

শুধু জোয়াকিনই নন, ‘জোকার’-এর মিউজিকের দায়িত্বে থাকা হিলদার গুনাদোত্রিও অস্কার পেয়েছেন সেরা অরিজিনাল স্কোরের জন্য। এর আগেও বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিক চয়েস-সহ সেরা পুরস্কারগুলি ঝুলিতে ভরেছে এই সিনেমা। উল্লেখ্য, আগেও জোকার চরিত্রটির জন্য মরণোত্তর অস্কার পেয়েছিলেন প্রয়াত অভিনেতা হিথ লিজার। জোয়াকিন নিজেও বন্ধুর কথা বারবার মনে করেছেন। এবার এই দুই বৃত্ত এক জায়গায় এসে মিশল, এমনটাই মনে করছেন আপামর সিনেপ্রেমী মানুষ।

Latest News See More