করোনাকে সঙ্গী করেই কাটাতে হতে পারে জীবন, প্রস্তুতি নিচ্ছেন জাপানিরা

মাস দুয়েক আগে জাপানে করোনা সংক্রমণের মাত্রা নেমেছিল তলানিতে। সারা পৃথিবীর সামনে তখন উঠে এসেছিল জাপান মডেলের কথা। কিন্তু এর মধ্যেই হঠাৎ কীভাবে কী হল, আবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করল সংক্রমণ। এমনকি জুলাই মাসের শেষে দৈনিক সংক্রমণের সংখ্যা দাঁড়ায় ১৩০০-র থেকেও বেশি। কিন্তু কেন সব সমীকরণকে বদলে দিয়ে আবারও এভাবে বাড়তে শুরু করল সংক্রমণ? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাইরোলজিস্টদের বক্তব্য, একবার ভাইরাসের সংক্রমণ কমে এলেই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অবকাশ নেই। দফায় দফায় আক্রমণ করতে পারে ভাইরাস। বিশেষ করে একবার করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেই আবার নিয়ম শিথিল হয়ে পড়ে। আর তার ফলে আবারও ছড়িয়ে পড়তে থাকে করোনা ভাইরাস। জাপানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

পাশাপাশি এই মহামারী মোকাবিলায় সরকার এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিচ্ছেন অনেকে। আর এখানেও জাপানকে পিছিয়ে রাখছেন তাঁরা। হ্যাঁ, আমেরিকা বা নিউজিল্যান্ডের তুলনায় এখানে প্রশাসন অনেক বেশি সচেতন। কিন্তু কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্তরে প্রশাসনের কর্মসূচিতে অসংখ্য বৈসাদৃশ্য থেকে গিয়েছে। আর তার ফলেই লকডাউন সম্পূর্ণ সফল হয়নি।

তবে এর মধ্যেও হতাশার কোনো চিহ্ন নেই জাপানের মানুষের মধ্যে। ভাইরাসের হাত থেকে সহজে মুক্তি না মিললে বদলাতে হবে প্রতিদিনের জীবনযাপন। হয়তো আগামী বেশ কিছু বছর বেঁচে থাকতে হবে করোনা ভাইরাসকে সঙ্গী করেই।

আরও পড়ুন
প্রতি ৩০ মিনিটে একজন করোনা-আক্রান্তের মৃত্যু রাজ্যে, উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনার প্রভাবে বদলাচ্ছে হস্তাক্ষর, প্রায় সকলের লেখাই যেন আঁকাবাঁকা; জানাচ্ছে সমীক্ষা

Latest News See More