নতুন প্রজাতির ডাইনোসরের হদিশ মিলল জাপানে

একাধিক সিনেমা হয়েছে ডাইনোসরদের নিয়ে। হয়েছে অসংখ্য গবেষণাও।  বহুকাল ধরেই ডাইনোসরদের নিয়ে উত্তেজিত বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই উত্তেজনার মধ্যেই জুড়ল আরেক রসদ। জাপানে সম্প্রতি পাওয়া গেল এক নতুন প্রজাতির ২৬ ফুট লম্বা ডাইনোসরের কঙ্কাল।

হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০১৩ সালে খননকার্য চালিয়ে সাত কোটি কুড়ি লক্ষ্ বছর আগেকার একটি ডাইনোসরের লেজ পাওয়া যায়। পুরো খনন এবং পরবর্তী গবেষণা পর, বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে, ডাইনোসরের হাড়গুলি ক্রেটাশিয়াস যুগের হ্যাড্রোসরিড ডাইনোসরের। ৫.৩ টন ওজনের এই ৯ বছরের ডাইনোসরটিকে কামুইসাউরাস জাপোনিকাস(জাপানিজ ড্রাগন গড) নাম দেন বিজ্ঞানীরা।

গবেষকদের দলের প্রধান ইয়োশিতসুগু কোবাইয়াশির গলায় আশার আলো। তিনি বলেন, এরকম আলাদা জায়গায় পাওয়া নতুন প্রজাতির কঙ্কালটি এটাই প্রমাণ করে যে, জাপান এবং পূর্ব এশিয়ায় ডাইনোসরদের স্বতন্ত্র বিবর্তন প্রক্রিয়াও ছিল।

ছবি ঋণ - mainichi.jp

Latest News See More