বিশ্বের প্রথম উড়ন্ত বাইক প্রস্তুত করে চমক লাগাল জাপানের সংস্থা

ভয়ানক ট্রাফিক জ্যাম রাস্তায়। সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে বাস, ট্যাক্সি, প্রাইভেট কার। অথচ, পেরিয়ে যাচ্ছে সময়ের ডেডলাইন। আমরা সকলেই কখনো না কখনো এমন অবস্থার সম্মুখীন হয়েছি কলকাতার বুকে। এমন পরিস্থিতিতে যদি উড়ন্ত বাইকে চেপে ডিঙিয়ে যাওয়া যেত সমস্ত ট্রাফিক, কী সহজই না হত জীবনটা? না, কল্পবিজ্ঞান কিংবা হলিউডি সিনেমার গল্প নয় কোনো। এবার এমনটাই হতে চলেছে বাস্তবে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল পৃথিবীর প্রথম হোভার বাইক (Hover Bike) বা উড়ন্ত মোটরসাইকেল।

আজ নয়, বছর কয়েক আগে থেকেই হোভার বাইক তৈরির লড়াইয়ে নেমেছিল বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা। তার মধ্যে অন্যতম ছিল বিএমডব্লু। তবে সকলকে টেক্কা দিয়ে গোটা বিশ্বকে চমকে দিল জাপানের অটোমোবাইল কোম্পানি ‘এএলআই টেকনোলজিস’। তাঁদের হাত ধরেই জন্ম নিল পৃথিবীর প্রথম হোভার বাইক ‘এক্সটুরিসমো’। সম্প্রতি ফুজির একটি রেসিং ট্র্যাকে আনুষ্ঠানিকভাবে এই বাইকের প্রকাশের পর, আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীরও।

গত ২৬ তারিখ থেকেই বুকিং শুরু হয়ে গেছে এই বিশেষ হোভার বাইকের। প্রথম পর্যায়ে বাণিজ্যিকভাবে তৈরি করা হবে মাত্র ২০০টি ইউনিট। কর এবং বিমা মিলিয়ে বাইকের দাম ধার্য হয়েছে ৭.৮ কোটি ইয়েন। ভারতীয় মুদ্রায় ৫.১ কোটি টাকা।

৩০০ কেজি ওজনের এই বাইক আপাতত কেবলমাত্র একজন যাত্রী পরিবহনে সক্ষম। পরবর্তীতে তার গঠন ও পরিকাঠামো বদল করা হবে বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাটি। ২০২৫ সালের মধ্যে আসবে বৈদ্যুতিক সংস্করণও। আপাতত পেট্রোলকেই জ্বালানি করে উড়বে এই ‘ডানাওয়ালা’ মোটরসাইকেল। কোম্পানির অভিমত, একটানা ৩০ থেকে ৪০ মিনিট অনায়াসে দৌড়াতে থুরি উড়তে সক্ষম এই বাইক। গত মঙ্গলবার ফুজির রেসিং ট্র্যাকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উড়তে দেখা গেল বিশ্বের প্রথম উড়ন্ত বাইককে। তবে এই বাইকের সর্বোচ্চ গতি কত, তা এখনও জানায়নি সংশ্লিষ্ট সংস্থাটি। 

আরও পড়ুন
বেলুন চড়েই মহাকাশযাত্রা, মার্কিন প্রযুক্তির কাছে হার মানবে জুল ভার্নের গল্পও

গত বছরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার দৌলতে বাজারে এসেছিল বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি। যা একই সঙ্গে চলতে পারে স্থলপথ ও আকাশে। এবার বাজারে আসতে চলেছে ভাসমান বাইকও। আমাদের চেনা পৃথিবী অল্প দিনের মধ্যেই যে কল্পবিজ্ঞানের জগৎ হয়ে উঠতে চলেছে, তাতে সন্দেহ নেই কোনো…

আরও পড়ুন
পৃথিবীর প্রথম উড়ন্ত গাড়ি, বাণিজ্যিকভাবে মুক্তি পেতে চলেছে শীঘ্রই

Powered by Froala Editor

Latest News See More