২০১৯ সালে শেষ অ্যালবাম প্রকাশ পেয়েছিল তাঁর। আর তারপর যেন হঠাৎই নিষ্প্রভ হয়ে পড়েছিলেন প্রখ্যাত ব্রিটিশ গীতিকার ও গায়ক জেমস আর্থার। বছর দুয়েক পরে আবার নতুন একক গান নিয়ে ফিরলেন তিনি। পাশাপাশি অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিলেন বিগত দু’বছরের ‘অজ্ঞাতবাস’-এর কারণ। হতাশা আর মানসিক অবসাদই তাঁকে ঠেলে দিয়েছিল অন্ধকার একটা দুনিয়ার মধ্যে।
গত বছরের একদম শুরুর দিকের কথা। তখনও মহামারী ছায়া ফেলেনি বিশ্বে। সেই সময় থেকেই পরবর্তী অ্যালবামের কাজ শুরু করেছিলেন আর্থার। সেইসময়ই স্পেনের মাদ্রিদে একটি অনুষ্ঠানের সময় স্টেজে ‘প্যানিক অ্যাটাক’-এ আক্রান্ত হন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। শুধু মাদ্রিদ নয়, বেশ কয়েকবার ‘প্যানিক অ্যাটাক’-এর পর তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সেইসঙ্গে দানা বেঁধেছিল গলব্লাডারে সংক্রমণও।
তবে আর্থারের জীবনে এমন ঘটনা আকস্মিক নয়, তাও স্বীকার করেছেন তিনি। তাঁকে এখনও তাড়া করে বেড়ায় শৈশবের ট্রমা। যা আরও বাড়িয়ে তুলেছিল বছর তিনেক আগে নিজের আত্মজীবনীতে বান্ধবী রিতা ওরা-র সম্পর্কে তাঁর কিছু আপত্তিকর মন্তব্য। যা কঠিন করে তুলেছিল বান্ধবীর স্বাভাবিক জীবনকে। তাঁর কাছেও ক্ষমা চেয়েছেন আর্থার। তাছাড়াও লকডাউনে গৃহবন্দি থাকা এবং স্থূলতাও অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল বলেই জানাচ্ছেন ব্রিটিশ সঙ্গীতকার।
বিগত কয়েকমাস ধরেই নিয়মিত থেরাপি সেশন নিয়েছেন আর্থার। সেইসঙ্গে জারি ছিল শরীরচর্চাও। পাশে ছিলেন বান্ধবী। আর এই সবকিছুর কাঁধে ভর রেখেই আবার স্বাভাবিক জীবনের দিকে ফিরছেন আর্থার। তাঁর সদ্য প্রকাশিত গান ‘মেডিসিন’-এও ফুটে উঠেছে সেই কথাই।
আরও পড়ুন
বিক্রি হয়ে গেল বব ডিলানের লেখা সমস্ত গানের স্বত্ব
যে তারকারা হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলেন তাঁরাও যে ভয়ঙ্কর মানসিক অবসাদের শিকার— তা চোখের সামনে ফুটিয়ে তুলেছে লকডাউন। শুধু এক বছরের এই দমবন্ধ সময়েই আত্মহননের পথ বেছে নিয়েছেন বহু তারকা। ঠিক সেই জায়গাটা থেকেই লড়াই করে ফিরে আসা আর্থারের। আর সেই ভয়াবহ অনুভূতি প্রকাশ্যে এনে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে যেন অনুরাগীদেরও সেই সাহসটাই দিলেন তিনি…
Powered by Froala Editor
আরও পড়ুন
বিচ্ছেদের ৪৪ বছর পরে ক্ষমাপ্রার্থনা; বব ডিলান ও এক সঙ্গীতময় সম্পর্কের আখ্যান