ক্রমশ বাড়ছে দূষণ। তার জেরে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। সংকটে পড়েছে হিমবাহ, মেরু অঞ্চলগুলি। দ্রুত বরফ গলে যাচ্ছে। এরকম চলতে থাকলে একটা সময় যে সবার জন্য খারাপ, সেই কথাটাই বারবার বলছেন বিজ্ঞানীরা। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। এমন অবস্থাতেই বরফাবৃত অঞ্চলগুলোকে রক্ষা করতে এগিয়ে এলেন ইতালির একদল মানুষ। বিশাল বড়ো বড়ো সাদা জিওটেক্সটাইল চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন নিজেদের দেশের হিমবাহকে। যাতে যতটা সম্ভব বরফ গলাকে আটকানো যায়।
ইতালির উত্তরের প্রেসিনা হিমবাহ বহু আগে থেকেই বিশ্ব উষ্ণায়নের শিকার। একটি তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালেই এই হিমবাহটির আয়তনের এক তৃতীয়াংশ গলে যায়। এবং এখনও সেই প্রক্রিয়া চলছে। হিমবাহ গলে যাওয়া মানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। ফলে অনেক জায়গা ডুবে যেতে পারে। আর প্রেসিনা হিমবাহ স্কিইং-এর জন্যও জনপ্রিয়। আপাতত সেই মরসুম শেষ হবার পর তাকে রক্ষার কাজে এগিয়ে এসেছে কারোসেল্লো-টোনালে কোম্পানি। ২০০৮ সাল থেকেই একটু একটু করে এই উদ্যোগ শুরু করেছেন তারা। আর আজ ২০২০ সালে এসে প্রায় এক লাখ বর্গমিটারের মতো জায়গা তারা চাদর দিয়ে ঢেকেছে।
এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য। এই পুরো কাজে ব্যবহার করা হয়েছে সাদা রঙের জিওটেক্সটাইল চাদর। এর বিশেষত্ব হল, সূর্যের আলোকে বেশি পরিমাণে প্রতিফলিত করে দেয়। ফলে সেই তাপ বরফের ওপর পড়ে না। চাদরটিও কোনো তাপ ধরে রাখে না। আর হিমবাহ রক্ষার ক্ষেত্রে এমন জিনিসই গুরুত্বপূর্ণ বলে মনে করছে এই কোম্পানি। তবে দিনের শেষে দূষণ আটকানোই যে সবথেকে উৎকৃষ্ট উপায়, সেটাও মানছে তারা। তেমনটা না হলে, বিপদ যে আরও বাড়বে, তা আর নতুন করে বলার অবকাশ রাখে না।
Powered by Froala Editor
আরও পড়ুন
ব্ল্যাক কার্বনের পরিমাণ বেড়েছে ৪০০ গুণ, সংকটে গঙ্গোত্রী-সহ হিমালয়ের হিমবাহ