পৃথিবীর 'স্বর্গ' এই দ্বীপ আজ নরক কীসের কারণে?

ম্যাপে দেখলে হয়ত দেখবেন, সেখানে জলাশয় আছে। সমুদ্র আছে। কিন্তু গিয়ে দেখলেন, সেসব কোথায়! বরং চারিদিকে ভেসে আছে টন টন প্লাস্টিক। যেন ‘প্লাস্টিকের সমুদ্র’। না, কোনও সায়েন্স ফিকশনের বা সিনেমার স্ক্রিপ্টের কথা হচ্ছে না। বলা হচ্ছে হন্ডুরাসের রোয়াটান দ্বীপের কথা। যেখানে সমুদ্রে থরে থরে জমে আছে প্লাস্টিক বর্জ্য।

হন্ডুরাসের এই দ্বীপটি বিখ্যাত তার সৌন্দর্যের জন্য। শুধু দ্বীপটি নয়, তার উপকূলীয় ভাগও ততধিক সুন্দর। ঘন নীল, পরিষ্কার জল ঘিরে রয়েছে রোয়াটানকে। একঝলক দেখলেই মনে হবে, যেন স্বর্গের কোনও এক জায়গা। কিন্তু সেই স্বর্গই ধীরে ধীরে নরকে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। কারণ, সেই প্রাণান্তকর প্লাস্টিক। প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন। আর রেখে যান এইসব বর্জ্য। কী নেই সেখানে! দুই মাইল জায়গা জুড়ে ছড়িয়ে আছে ক্যারি ব্যাগ, সোডা ক্যান, ফুটবল, ভাঙা টুথব্রাশ, এমনকি বাতিল টিভিও।

এত বিপুল পরিমাণ প্লাস্টিক দূষণের জেরে বিপাকে পড়েছে সেখানকার বাস্তুতন্ত্র। চরম বিপদে পড়েছে জলে বসবাস করা প্রাণীরা। যে সৌন্দর্যের জন্য পরিচিতি ছিল রোয়াটানের, সেটাই ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত। আমরা আর কবে সচেতন হব? নাকি নিজেদের ফুর্তির জন্য তালা ভেঙে বারবার ঢুকে যাওয়াটাই আমাদের পাথেয় হবে?

Latest News See More