কে বলে, আজকাল শিশুরা শুধু বইয়ের পাতায় মুখ গুঁজে দিয়েছে! সেইসঙ্গে শৈশবের নানা রঙের জগতের হাতছানিও কি নেই একেবারেই? আছে বলেই প্রতি বছর ছোটোদের চলচ্চিত্র উৎসব 'ইস্কুলে বায়োস্কোপ'-এর অপেক্ষায় থাকে বহু কচিকাঁচাই। প্রতি বছর জুন মাস নাগাদ হয় এই উৎসব। আর সেখানে নানা ছবির প্রদর্শনীর সঙ্গে থাকে অনেক ধরনের প্রতিযোগিতাও। তবে মহামারী করোনার জেরে যখন একের পর এক অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে, তখন সময় থেকে খানিকটা আগেই শুরু হল এই উৎসব। কারণ আর কিছুই না, এ-বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। মহামারীর আতঙ্ক থাকলেও, মহারাজার জন্ম শতবর্ষের কোনো আয়োজন হবে না তা কি হয়? মে মাসের ২ তারিখে জন্ম সত্যজিৎ রায়ের। আর গতকাল, ৪ তারিখ শুরু হল এ-বছরের 'ইস্কুলে বায়োস্কোপ'।
সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষের কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠানের থিম, 'মহারাজা শতবর্ষে তোমারে সেলাম'। এই অনুষ্ঠানে যোগ দিয়েছে কলকাতা ও শহরতলির ১০০টিরও বেশি স্কুল। তবে লকডাউনের কারণে স্কুল বন্ধ। তাই অনুষ্ঠানটি প্রাথমিকভাবে অনলাইনেই হচ্ছে। সিনেমার প্রদর্শনীও অনলাইনেই। সেইসঙ্গে সিনেমা বিষয়ক প্রতিযোগিতার ব্যাপারটাও অনলাইনেই সম্পন্ন হবে। প্রতিযোগিদের প্রত্যেককে দেওয়া হবে একটি প্রশ্নপত্র এবং বিশেষ কিছু টাস্ক। এর জন্য প্রত্যেককে অবশ্যই দেখে নিতে হবে সত্যজিৎ রায়ের ৬টি সিনেমা। গুপি-বাঘা সিরিজের তিনটি সিনেমা তো আছেই, সেইসঙ্গে আছে সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ এবং ফটিকচাঁদ। আর প্রতিযোগিরা তাঁদের উত্তরপত্র পাঠাবেন অনলাইনেই। সেখান থেকেই বেছে নেওয়া হবে বিজেতাদের। আর সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
তবে শুধুই স্কুল পড়ুয়াদের জন্য প্রতিযোগিতা নয়, সত্যজিৎ রায়ের শতবর্ষের জন্মদিন স্মরণীয় করে রাখতে আরও একটি উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা। অভিজ্ঞ সিনেমা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর সংগ্রহ করে একটি তথ্যচিত্র বানানোর পরিকল্পনা করেছে তারা। তথ্যচিত্রের নাম হবে 'মহারাজা তোমারে শতবর্ষের সেলাম'। আর কিংবদন্তি এই পরিচালকের উপর এটাই সম্ভবত প্রথম ক্রাউড সোর্সড তথ্যচিত্র।