ইরফানের সমাধি ঘিরে বেড়ে উঠছে সবুজ, দেখে এলেন সহ-অভিনেতা

বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। তবুও ক্যানসারের সামনে শেষ অবধি হার মেনেছিলেন তিনি। ইরফান খান। গত ২৯ এপ্রিল আধুনিক সময়ের অন্যতম অভিনেতাকে হারিয়েছিল ভারতের চলচ্চিত্রজগত। তাঁর এই অনুপস্থিতিটা তাঁর অনুরাগী ছাড়াও সিনেমাপ্রেমী সকলের মধ্যেই দাগ কেটে দিয়েছিল গভীরভাবে। আর তাঁর সহকর্মীরা?

অভিনেতা চন্দন রায় সান্যাল শুধু ইরফানের সহ-অভিনেতাই ছিলেন না, ছিলেন একজন ঘনিষ্ঠ বন্ধুও। ইরফানের চলে যাওয়াটা যেন স্বজন হারানোর যন্ত্রণা হয়েই ফিরে এসেছিল তাঁর কাছে। এর মধ্যেই পেরিয়ে গেছে চার মাস। লকডাউন বেঁধে দিয়েছিল গণ্ডিও। তবে বাধা-নিষেধ খানিকটা শিথিল হতেই তিনি ছুটে গেলেন বন্ধুর কাছে। বন্ধুর সমাধির কাছে। মুম্বাইয়ের ভারসোভায়।

ইরফানের কবরস্থলে গিয়েই অবাক হয়ে যান চন্দন রায় সান্যাল। সমাধি ছেয়ে গেছে সবুজে। জগিয়ে উঠেছে নতুন প্রাণ। সেই ছবি তুলেই টুইটারে পোস্ট করেন বাঙালি অভিনেতা। আবেগঘন হয়েই লিখে ফেলেন কয়েকটি কথাও, “গতকাল থেকেই ভীষণভাবে মনে পড়ছিল ইরফানের কথা। দীর্ঘ চার মাস ওঁর সঙ্গে না দেখা হওয়াটাও যেন অস্বস্তির মতো ঘিরে রেখেছিল আমাকে। আজ এসে দেখলাম সবুজের মাঝেই একাকী বিশ্রাম নিচ্ছেন ইরফান। নিশ্চুপেই। ওঁর জন্য কিছু রজনীগন্ধা রেখে গেলাম। নিয়ে এলাম আশীর্বাদ আর শান্তি। এভাবেই ভালো থেকে ইরফান...”

অন্যদিকে গত ২০ তারিখই ৭ বছর বয়স হল ইরফান অভিনীত সিনেমা ‘দ্য লাঞ্চবক্স’-এর। তাঁর সহ-অভিনেত্রী নিমরাত কৌর এদিন সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লেখেন, তিনি অত্যন্ত ভাগ্যবান এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। ইরফানের এই না থাকাটাও যেন তাঁর সকল সহ-অভিনেতাদের কাছে ভীষণভাবে তাঁর উপস্থিতি হয়ে উঠেছে এভাবেই। আর সকলের অলক্ষ্যে থেকেই তাতে মৃদু হাসছেন ইরফান। সিনেমায়, অভিনয়ে তিনি যে চিরসবুজ হয়ে আছে সকলের কাছে, তা-ই যেন প্রতীক হয়ে দেখিয়ে দিচ্ছে ইরফানের শরীর জুড়ে বেড়ে ওঠা গাছ-গাছালি...

আরও পড়ুন
ইরফানের নামে গ্রামের নামকরণ, প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধার্ঘ মহারাষ্ট্রের গ্রামবাসীদের

Powered by Froala Editor

আরও পড়ুন
তপন সিংহ চিনেছিলেন খাঁটি রত্ন, যুবক ইরফানকে নিয়ে আজও মুগ্ধ সৌম্যেন্দু রায়