লকডাউনের জেরে বাতিল হয়েছিল আইপিএলের সূচি। দু’বার তারিখ ঠিক করেও পিছিয়ে আসতে হয়েছিল বিসিসিআইকে। তবে দেশে ক্রমেই বাড়ছে সংক্রমণ, মৃত্যুর সংখ্যাও। তার মধ্যেই আরো একবার আইপিএলের তারিখ এবং সূচি তৈরি করল বিসিসিআই। সতর্কতা মেনে এই পরিস্থিতিতেই টুর্নামেন্ট করতে চান উদ্যোক্তারা। আগামী সেপ্টেম্বর মাসের ২৬ থেকে নভেম্বরের ৮ তারিখ অবধি চলবে এই টুর্নামেন্ট। প্রাথমিক পরিকল্পনায় এমনটাই ঠিক করা হয়েছে।
দর্শকশূন্য গ্যালারিতেই খেলা হবে আইপিএল। খেলোয়াড়দেরও মানতে হবে স্বাস্থ্যবিধি। খেলোয়াড়দের জন্য ব্যবস্থা করা হবে চাটার্ড ফ্লাইটের। ভ্যেনু হিসাবে বেছে নেওয়া হয়েছে বেঙ্গালোর, চেন্নাই এবং মুম্বাই তিনটি স্থান। যার মধ্যে দুটি জায়গাকে বেছে নেওয়া হবে শেষ অবধি। তবে মুম্বাইয়ের পরিস্থিতি যা তাতে সন্দেহ থেকেই যায় কতটা সুস্থ হয়ে উঠবে বাণিজ্যনগরী। সেপ্টেম্বরে করোনাভাইরাসের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে বলে আশাবাদী বিসিসিআই। তবে এখন আইপিএলের ভাগ্য ঝুলে আছে আইসিসির ওপরে।
এ বছর টি-২০ বিশ্বকাপের আয়োজনের কথা ছিল আইসিসির। তবে আয়োজক দেশ হিসাবে অস্ট্রেলিয়া মহামারীর শুরু থেকেই পিছিয়ে এসেছিল খানিকটা। গত মঙ্গলবার পাকাপাকিভাবে অস্ট্রেলিয়া জানায় এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজন সম্ভব না তাদের পক্ষে। ফলে আগামী ১০ জুলাই আইসিসির আরেকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। বৈঠকে বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিলেই শিলমোহর পড়বে আইপিএলে। সেইদিকেই এখন উদগ্রীব হয়ে তাকিয়ে আছে বিসিসিআই এবং দেশের সকল ক্রিকেটপ্রেমীরা...
Powered by Froala Editor
আরও পড়ুন
প্রত্যাবর্তন স্প্যানিশ ফুটবলের, ১১ জুন থেকে শুরু হতে চলেছে লা লিগা