আইপিএল-এ স্থগিতাদেশ ক্রিকেট বোর্ডের, এ-বছরের জন্য বাতিল টুর্নামেন্ট?

করোনা সংক্রমণের আশঙ্কায় পৃথিবী জুড়ে বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্যুর্নামেন্ট। এক বছরের জন্য পিছিয়ে গেছে অলিম্পিক, উইম্বলডন। বাতিল হয়েছে চ্যাম্পিয়ন লিগ এবং ইউরোপার ফাইনালও। তবে গত মাসেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কর্তারা এবং স্পনসররা আবেদন করেছিলেন, ছোটো করে হলেও যেন আয়োজন করা হয় ট্যুর্নামেন্টের। কিন্তু আজ এই টুর্নামেন্টকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিল বিসিসিআই। লকডাউন দীর্ঘ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত।

গত ২৯শে মার্চ থেকেই শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। প্রথমে ঘোষণা করা হয়েছিল, ১৫ই এপ্রিলের পর লকডাউন উঠলে নতুন করে অনুষ্ঠান সূচী তৈরি করা হবে। কিন্তু ২১ দিনের লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো যায়নি সেভাবে। বাড়ানো হয়েছে সময়সীমা। মে মাসের ৩ তারিখ পর্যন্ত ভারতে চলবে লকডাউন। ৩ তারিখের সরকারি নোটিসের ওপরেই এখন ভরসা করা আছেন আইপিএল কর্তারা।

বিসিসিআই–এর তরফে জানানো হয়েছে, দেশের মানুষের সুরক্ষা এবং স্বাস্থ্যই এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। সেই বিষয় মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে, কখনওই একটি টুর্নামেন্টের আয়োজন সম্ভব নয়। কারণ, বিপুল জমায়েতে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। বিসিসিআই, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে পরবর্তী অবস্থার পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেবে ২০২০-এর আইপিএলের বিষয়ে। জানানো হয়েছে এমনটাই।

তবে গতমাসেই এর খানিকটা আভাস দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন লকডাউনের জেরে সবকিছু বন্ধ থাকায় মে মাসের আগে টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।

ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তেরো হাজার। তাই এই মুহূর্তেই বলা সম্ভব নয় ৩ তারিখেই লকডাউন উঠবে কিনা। কাজেই, আইপিএলের মতো বড় টুর্নামেন্টের অনির্দিষ্টকালীন স্থগিতাদেশকেই শ্রেয় বলে বেছে নিলেন বোর্ড কর্তারা।

Latest News See More