বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রেই একটা অনিশ্চয়তার কালো মেঘ ঘিরে ধরেছে। আর অসংখ্য দর্শকের জমায়েত মিলিয়েই তৈরি হয় যে ক্রীড়াক্ষেত্র, সেখানে যে মহামারির প্রভাব সবথেকে খারাপভাবে পড়বে এতে কোনো সংশয় নেই। আর ঠিক এই দোলাচলে এখনও ভাসমান টোকিও অলিম্পিকের ভবিষ্যত।
বৃহস্পতিবার রাতে শহরের অলিম্পিক স্টেডিয়ামে অবশেষে নতুন করে তৈরি হল ক্রীড়াসূচি। আর সেখানে ২০২০ সালের নির্ধারিত সূচি থেকে ঠিক ১ বছর পিছিয়ে ২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। কিন্তু এই সূচি কি আদৌ চূড়ান্ত? নাকি ২০২১ সালের খেলাও পিছিয়ে যেতে পারে মহামারীর কারণে? এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে অবশ্য ২০২১ সালে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আশাবাদী। কিন্তু তাঁর কথাতেও করোনা সংক্রমণকেই বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন বোঝা যায়। অন্যদিকে জাপানের মানুষের মনেও অলিম্পিক নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছিল, করোনা ঝড়ে তা প্রায় হারিয়ে গিয়েছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে দেশের মাত্র ২৩ শতাংশ মানুষ অলিম্পিক অনুষ্ঠান প্রত্যাশা করছেন, কিন্তু তাও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই। অন্যথায় দেশ-বিদেশ থেকে হাজার হাজার দর্শকের সমাগম কেউই চাইছেন না।
তবে এই পরিস্থিতিতে সবথেকে বিপদে পড়েছেন অ্যাথলিট ধরনের খেলার সঙ্গে যুক্ত মানুষরা। বিশেষ করে যাঁরা আসন্ন অলিম্পিকের জন্য প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিলেন। এইসব খেলার ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ২০২১ সালেও অলিম্পিক অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা থাকায় প্রস্তুতি বন্ধ করে দিতে চাইছেন অনেকেই। ৩৫ বছরের তেৎসুইয়া সতোমুরা ইতিমধ্যে খেলা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
করোনার জেরে চার বছর পিছোল যুব অলিম্পিক
এই পরিস্থিতিতে একমাত্র আশার আলো দেখাতে পারে কার্যকর কোনো ভ্যাকসিন। কিন্তু ভ্যাকসিন আবিষ্কার মানেই তো মহামারীর নিরাময় নয়। বড়জোর ৫০ শতাংশ পর্যন্ত সংক্রমণ আটকাতে পারে। তাই পুরো পরিস্থিতি নিয়ে চিন্তিত অলিম্পিক কমিটিও। আইওসি কর্মকর্তা পল ডিকের কথায়, জাপান সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এভাবে অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব কিনা। অন্যথায় এই মহামারীকে তুলনা করতে হবে আরেকটা বিশ্বযুদ্ধের সঙ্গে। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতেই ১৯৪০ সালের অলিম্পিক প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছিল। এবারেও কি স্থায়ীভাবে বাতিল হতে চলেছে অলিম্পিক? এমন প্রশ্ন উঠছে সব স্তরেই।
আরও পড়ুন
আসছে অলিম্পিক, অনুশীলনের খরচ চালাতে গাড়ি বিক্রির সিদ্ধান্ত ভারতীয় স্প্রিন্টারের
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনা-আতঙ্কে পিছোল অলিম্পিক, বিশ্বযুদ্ধের পর এই প্রথম