কলকাতায় গ্রিন করিডোর তৈরির জন্য চালু হচ্ছে বিশেষ অ্যাপ

সাম্প্রতিক কালে ‘গ্রিন করিডোর’ শব্দটির সঙ্গে কমবেশি পরিচিত কলকাতার নাগরিকরা। গ্রিন করিডোরের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে অঙ্গ নিয়ে আসা এবং তা দ্রুত রোগীর শরীরে স্থাপন করা – এই কাজে বিশেষ সাফল্যও পেয়েছে শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গ্রিন করিডোরের ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি, গ্রিন করিডোর তৈরি জন্য কলকাতা পুলিশ কিংবা বিধাননগর পুলিশের অবদানও ভুলে যাওয়ার নয়। এই গ্রিন করিডোর ব্যবস্থাকেই আরও জোরদার করে তুলতে, নতুন অ্যাপের কথা সম্প্রতি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

কলকাতা পুলিশ, টান্সপোর্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট এবং স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের যৌথ উদ্যোগে বানানো হবে এই অ্যাপ। সরকারি দপ্তর থেকেও এ-ব্যাপারে কোনো বাধা নেই বলে জানিয়েছে নবান্ন।

নতুন বছর থেকেই এই অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে কলকাতার কয়েকটি সরকারি হাসপাতালের জন্য এই পরিষেবা চালু হলেও, ধীরে ধীরে রাজ্যের অন্যত্রও বিস্তার লাভ করবে এটি। পুলিশ কন্ট্রোল রুম ও অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা থাকবে এই অ্যাপটিতে। রোগীর বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত পুরো যাত্রাপথের ওপরেই নজর রাখা যাবে এই অ্যাপের মাধ্যমে। এবং এর ভিত্তিতেই শহরে গ্রিন করিডোর তৈরি করবে পুলিশ।

Latest News See More