ভালোবাসতেন মহাকাশ। চাঁদ, সূর্য, তারাদের দেশে সুযোগ পেলেই ডুব মারতেন। বাড়ির টেলিস্কোপ দিয়ে খুঁজতেন আকাশের রহস্য। অবশেষে নিজেই চলে গেলেন সেই না-জানার জগতে। মহাকাশ, ফিজিক্সের প্রতি সুশান্ত সিং রাজপুতের এই নেশা, টানকেই শ্রদ্ধা জানাল ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি। নিজেদের টুইটার অ্যাকাউন্টে প্রয়াত অভিনেতার প্রতি শোকজ্ঞাপন করল তারা।
‘পবিত্র রিস্তা’, ‘কাই পো চে’, ‘এমএস ধোনি’-র সফল অভিনেতা গত রবিবারই নিজের বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন। এই খবর সামনে আসার পর ভেঙে পড়ে গোটা দেশ। বহু বিতর্ক ওঠে, যার জের এখনও চলছে। কিন্তু এমন প্রতিভার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। শুধু অভিনয় তো নয়ই; দিল্লি টেকনোলজিকাল ইউনিভার্সিটির অন্যতম সফল ছাত্র সুশান্ত ফিজিক্সেও ছিলেন তুখোড়। অলিম্পিয়াডে সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এমনকি অভিনয় জীবনে আসার পরও সেই উৎসাহ যায়নি। মহাকাশ নিয়ে চিন্তা, গবেষণা— এই নিয়েই কাটত অবসর সময়। মহাকাশচারী হবার স্বপ্নও বারবার দেখতেন তিনি।
সুশান্তের এমন মৃত্যু দেশের গণ্ডি টপকে প্রভাব ফেলেছে বাইরেও। সেই দৃশ্যই উঠে এল ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়ায়। তাঁদের স্টেম এডুকেশনের একজন সমর্থকও ছিলেন সুশান্ত। সেইসব স্মৃতিই তুলে ধরলেন তাঁরা। দিল্লি টেকনোলজিকাল ইউনিভার্সিটিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছে। সব মিলিয়ে গোটা দেশ আজও সুশান্তের সেই হাসিমুখের ছবির কাছেই বসে আছে।
Powered by Froala Editor
আরও পড়ুন
সুশান্তের মৃত্যুশোকে বিহারে প্রয়াত তাঁর বৌদি, অসুস্থ সুশান্তের বাবাও